• এসআইআরকে জনসংযোগের হাতিয়ার করছে বিজেপি শিবির
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এসআইআরকে অন্যতম নির্বাচনী এজেন্ডা হিসেবে ব্যবহার করতে কোমর বাঁধছে বিজেপি। দলীয় সূত্রে খবর, পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন কর্মসূচিকে জনসংযোগের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে মরিয়া গেরুয়া শিবির। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে একজন রাজ্যবাসীকেও যেন হেনস্তার শিকার না হতে হয়। রাস্তায় নেমে তা নিশ্চিত করতে হবে বিজেপির নেতাকর্মীদের। সূত্রের দাবি, বঙ্গ বিজেপিকে এমনই নির্দেশিকা দিয়েছে দলের কেন্দ্রীয় পার্টি। একইসঙ্গে জানা যাচ্ছে, প্রয়োজনে এসআইআর নিয়ে রাজ্যে বিশেষ সচেতনতা শিবির খোলার ‘পরামর্শ’ও দেওয়া হয়েছে। জনসংযোগের মাধ্যমেই সেই শিবিরে আমজনতাকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে পাঠ দেওয়ার কথা বলা হয়েছে সেই নির্দেশিকায়। 

    নামপ্রকাশে অনিচ্ছুক বিজেপি নেতৃত্বের একাংশের দাবি, এসআইআর নিয়ে অনেক সময়ই বিভ্রান্তি ছড়ানো হয়। রাজনৈতিক দল হিসেবে বিজেপির কর্তব্য, এই সংক্রান্ত যাবতীয় বিভ্রান্তি কাটিয়ে দেওয়া। মূলত তা মাথায় রেখেই এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হবে। রাজ্যের মানুষকে বোঝানো হবে, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কেন এই স্পেশাল ইনটেনসিভ রিভিশন অত্যন্ত জরুরি।
  • Link to this news (বর্তমান)