• কোভিড ক্ষতিপূরণ মামলা: ডাক্তারদের পাশে না দাঁড়ালে ক্ষমা করবে না সমাজ, পর্যবেক্ষণ কোর্টের
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: আমরা চিকিৎসকদের খেয়াল না রাখলে, তাঁদের পাশে না দাঁড়ালে সমাজ ক্ষমা করবে না। মঙ্গলবার এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। করোনাকালে যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী বেসরকারি ক্লিনিক, ডিসপেনসারি ও অনুমোদনহীন হাসপাতালে কোভিড-যোদ্ধা হিসেবে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন, তাঁদের পরিবারগুলি বিমার ক্ষতিরপূরণ না পাওয়ায় শীর্ষ আদালতে একটি আবেদন পেশ হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতেই এদিন বিচারপতি পি এস নরসিংহ এবং আর মহাদেবনের বেঞ্চ রায় স্থগিত রাখে। তবে আদালতের পর্যবেক্ষণ, বেসরকারি চিকিৎসকেরা শুধুই লাভের জন্য কাজ করেন, এই ধারণা ঠিক নয়। বিমা সংস্থাগুলি যাতে বৈধ ক্লেমগুলির নিষ্পত্তি করে, সরকারকে তা নিশ্চিত করতে হবে।

    এদিন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কোভিডের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে যদি মৃত্যু হয়ে থাকে, তাহলে বিমা সংস্থাগুলিকে টাকা দিতে বাধ্য করা উচিত। তাঁরা সরকারি হাসপাতালের ডিউটিতে ছিলেন না বলে বসে বসে লাভ করেছেন, এই ধারণা ঠিক নয়। কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নির্দেশ, প্রধানমন্ত্রী বিমা যোজনা ছাড়া একই ধরনের বা সমান্তরাল আর যেসব প্রকল্প রয়েছে, সেসম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র পেশ করতে হবে। আমরা নীতি নির্ধারণ করব। তার ভিত্তিতে বিমা সংস্থাগুলির কাছে ক্লেম পেশ করা যাবে। আমাদের রায়ের সঙ্গে সংগতি রেখে বিমা সংস্থাগুলি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ২০২১ সালের ৯ মার্চ বম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, বেসরকারি হাসপাতালের কর্মীদের জন্য বিমা প্রকল্পের সুবিধা মিলবে না। হাইকোর্টে মূল আবেদনটি করেছিলেন কিরণ ভাস্কর সারগাড়ে নামে এক মহিলা। ২০২০ সালে তাঁর স্বামীর কোভিডে মৃত্যু হয়েছিল। মৃত্যুর আগে তিনি থানেতে একটি বেসরকারি ক্লিনিক চালাতেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের (পিএমজিকেপি) আধীনে সারগাড়ের করা ক্লেম খারিজ করে দিয়েছিল বিমা সংস্থা। কারণ তাঁর স্বামীর ক্লিনিকটির সরকার অনুমোদিত কোভিড-১৯ হাসপাতালের স্বীকৃতি ছিল না।
  • Link to this news (বর্তমান)