• জমায়েত নিয়ে কর্ণাটক সরকারের নির্দেশে স্থগিত রাখল সুপ্রিম কোর্ট
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
  • বেঙ্গালুরু: আরএসএসের সঙ্গে সংঘাতের আবহে কর্ণাটক হাইকোর্টে জোর ধাক্কা খেল সিদ্ধারামাইয়া সরকার। রাজ্যে সরকারি জায়গায় ১০ জনের বেশি লোকের জমায়েতের ক্ষেত্রে প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক করেছিল কর্ণাটকের কংগ্রেস সরকার। মঙ্গলবার হাইকোর্ট সেই নির্দেশিকায় স্থগিতাদেশ জারি করেছে। এব্যাপারে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তাঁর সরকার আইনি লড়াই চালিয়ে যাবে। গত ১৮ অক্টোবরের ওই নির্দেশিকায় বলা হয়, কোনও বেসরকারি সংস্থা, গোষ্ঠী বা কোনও ব্যক্তি ১০ জনের বেশি লোকের জমায়েতের জন্য সরকারি সম্পত্তি ব্যবহার করতে চাইলে প্রশাসনের অনুমতি নিতে হবে। নির্দেশিকায় নির্দিষ্ট করে কোনও সংগঠন বা গোষ্ঠীর নাম ছিল না। তবে বিজেপির অভিযোগ, প্রশাসনকে ব্যবহার করে এভাবে আরএসএসের কাজকর্মে রাশ টানতে চেয়েছিল কর্ণাটকের কংগ্রেস সরকার।
  • Link to this news (বর্তমান)