• অষ্টম বেতন কমিশন গঠনে সায় মন্ত্রিসভার, বেতন বৃদ্ধি হতে পারে প্রায় ১৩-৩৪ শতাংশ
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহার নির্বাচনের আগে মোদি সরকার ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মী এবং ৬৫ লক্ষ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মীর জন্য সুসংবাদ দিল।  অবশেষে কেন্দ্রীয় কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করা হচ্ছে।  চলতি বছরের জানুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছিল। ঘোষণা হলেও এতদিন কমিশন গঠন করা হয়নি। মঙ্গলবার সেই সিদ্ধান্ত অনুমোদিত হয়ে গেল মন্ত্রিসভার বৈঠকে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নয়া বেতন কমিশন কার্যকর হবে। তবে কমিশনকে যে সময়সীমা দেওয়া হয়েছে সুপারিশ জমা দেওয়ার, সেটি মঙ্গলবার থেকে পরবর্তী ১৮ মাস। অর্থাৎ দেড় বছরের মধ্যে সুপারিশ জমা দেবে কমিশন। সেই সুপারিশ পর্যালোচনা করে  কেন্দ্র  যে বেতনক্রমের সিদ্ধান্ত নেবে, সেটির সুফল পাওয়া যাবে ২০২৬ সালের ১ জানুয়ারি তারিখের হিসেবে। অর্থাৎ যখনই কার্যকর হোক, এরিয়ার দেওয়া হবে। দেশের আর্থিক অবস্থা, মূল্যবৃদ্ধি এবং রাজকোষের কথা বিবেচনা করার পরই যাতে বেতন কমিশন সিদ্ধান্ত নেয়, সেরকমই শর্তাবলি দিয়েছে কেন্দ্র। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত হচ্ছে তিন সদস্যের কমিশন। পার্ট টাইম কমিশনার হিসেবে থাকছেন আইআইএম বেঙ্গালুরুর পুলক ঘোষ। সরকারি তরফে থাকছেন পেট্রোলিয়াম মন্ত্রকের সচিব পঙ্কজ জৈন। মনে করা হচ্ছে নয়া বেতন কমিশনে কেন্দ্রীয় কর্মীদের বেতনক্রম ১৩ থেকে ৩৪ শতাংশের মধ্যে বৃদ্ধি পাবে। বর্তমানে ৫৫ শতাংশ ডিএ পেয়ে থাকে কেন্দ্রীয় কর্মীরা। বেতন কমিশন কার্যকর হওয়ার পর ডিএ মূল বেতনের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। অর্থাৎ, আবার ডিএ সূচক শূন্য থেকে শুরু হবে। বলা হয়েছে, নতুন বেতন কমিশন এমনভাবে সুপারিশ করবে যাতে অতিরিক্ত অর্থের জোগান যাতে নিশ্চিত হতে পারে। কেন্দ্রের ধাঁচে রাজ্য সরকারগুলিও যখন আর্থিক কমিশন গড়বে, তখন যাতে কোনও আর্থিক চাপ না পড়ে, সেটাও কমিশনকে বিবেচনা করতে বলা হয়েছে। নন কন্ট্রিবিউটারি পেনশন প্রকল্পের ক্ষেত্রে কীভাবে তহবিল আসবে এবং আর্থিক সংস্থান করা যায়, তা ঠিক করতে বলা হয়েছে। বিহার নির্বাচনের ঠিক প্রাক্কালে এই বেতন কমিশন গঠনকে প্রত্যাশিত ভাবেই প্রচারে নিয়ে আসবে বিজেপি।
  • Link to this news (বর্তমান)