• লালপুল ক্যানেল ঘিরে পর্যটন কেন্দ্র তৈরি করার কাজ থমকে
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, নকশালবাড়ি: ধীরে ধীরে শীত পড়তে শুরু করেছে। আর ক’দিন পরেই পিকনিকের মরশুম। ইতিমধ্যেই ভিড় জমতে শুরু হয়েছে নকশালবাড়ির লালপুল ক্যানেলে। জায়গাটি পর্যটন কেন্দ্রের জন্য শিলিগুড়ি মহকুমা পরিষদ বেছে নিলেও এর পরিকাঠামো উন্নয়নের কাজ থমকে আছে। 

    নকশালবাড়ি ব্লকের হাতিঘিষার সেবদেল্লাজোতে রয়েছে মানঝা নদীর উপর লালপুল ক্যানেল। যা এক দশক আগে সেচদপ্তরের উদ্যোগে প্রায় তিন কোটি টাকা খরচ করে বানানো হয়েছিল। সম্প্রতি ক্যানেলটির জনপ্রিয়তা এতটাই যে শিলিগুড়ি সহ পাশ্ববর্তী জেলার পর্যটকরা এখানে আসেন। ছুটির দিনগুলিতে ভিড় হয়। মানুষের আনাগোনা হওয়ায় স্থানীয়রা খাবারের স্টল বসিয়ে পসরা সাজান। তবে মদের রমরমা কারবারের জেরে প্রশাসন অস্বস্তিতে পড়ে। নেশা করে ক্যানেলের জলে স্নান করতে নেতে গত ক’বছরে বেশ কয়েকজন তলিয়ে গিয়ে মারা গিয়েছেন। দুর্ঘটনা এড়াতে স্নান করার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

    তবে ক্যানেলের জনপ্রিয়তা দেখে একবছর আগে শিলিগুড়ি মহকুমা পরিষদ পরিকল্পিতভাবে পর্যটন কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। এজন্য প্রায় এক কোটি টাকা বরাদও ধরেছিল পরিষদ। তবে বিদ্যুতের তার ও জমিজটে থমকে যায় পরিকল্পনা। যদিও এই দুই জট কাটিয়ে প্রকল্পটি খুব শীঘ্রই বাস্তবায়িত করতে চায় মহকুমা পরিষদ। 

    এনিয়ে পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, ওই ক্যানেলটির উপর দিয়ে বিদ্যুতের তার গিয়েছে। পাশাপাশি জমি নিয়ে কিছু সমস্যা আছে। সরকারি জমি চিহ্নিতকরণের কাজ চলছে। প্রায় এক কোটি টাকা খরচ করে আমরা জয়গাটি সাজাব। বর্তমানে ক্যানেল সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ। 

    উল্লেখ্য, ক্যানেলের পাশের খাসজমি দখলের ছক পেতেছিল কিছু জমি মাফিয়া। যদিও প্রশাসনের তৎপরতায় নদী সংলগ্ন এলাকা দখলমুক্ত করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)