• মালদহ মেডিকেলে ‘দাদাগিরি’ তৃণমূল কাউন্সিলারের স্বামীর
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহ মেডিকেল কলেজে ‘দাদাগিরি’র অভিযোগ উঠল ইংলিশবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলারের স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত জয়ন্ত বসু তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির শহর কমিটির সহ সভাপতিও। এছাড়াও তিনি আবার মেডিকেলের একজন অস্থায়ী কর্মী। তাঁর বিরুদ্ধে মেডিকেলের আরেক অস্থায়ী গ্রুপ ‘ডি’ কর্মী ও সুপারভাইজারকে মারধরের অভিযোগ উঠেছে। ইংলিশবাজার থানায় জয়ন্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। মালদহ মেডিকেলের সুপার প্রসেনজিৎ বর বলেন, সমগ্র বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি।

    সমস্ত অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন অভিযুক্ত জয়ন্ত। তাঁর পালটা দাবি, কিছুদিন ধরেই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী কর্মীদের নিয়ে সমস্যা চলছে। একাধিক বাইরের কোম্পানি আসছে। বিভিন্নভাবে নিয়োগ হচ্ছে। সেসব নিয়ে আমাদের কাছে লিখিত অভিযোগও জমা পড়েছে। সে বিষয়েই কথা বলতে গিয়েছিলাম। 

    সোমবার সন্ধ্যায় জয়ন্তর বিরুদ্ধে ইংলিশবাজার থানায় অভিযোগ দায়ের করেন মেডিকেলের আক্রান্ত অস্থায়ী কর্মী সাহিম বিশ্বাস। তাঁর অভিযোগ, রবিবার রাত প্রায় একটা নাগাদ জয়ন্ত সহ কয়েকজন হাসপাতালে গিয়েছিলেন। তাঁরা গেটে লাথি মারার পাশাপাশি চিৎকারও করছিলেন। আমি ও সহকর্মীরা প্রতিবাদ করলে গলা টিপে ধরে এবং চড়, থাপ্পর মারেন। এরপর তাঁরা আমাদের কাছে পাঁচ লক্ষ টাকাও দাবি করেছিলেন। তিনদিনের মধ্যে টাকা না দিলে আমাদের কাউকে হাসপাতালে কাজ করতে দেওয়া হবে না বলে ভয় দেখানো হয়। এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। রাতে এই ধরনের হামলার ফলে এখন আমরা ভীত সন্ত্রস্ত। আমাদের প্রাণ সংশয় রয়েছে। 

    এদিকে অভিযুক্ত শ্রমিক নেতার দাবি, আমি মেডিকেলের একজন অস্থায়ী কর্মী। নতুন একজন কর্মী নিয়োগ হয়েছে। তাঁর কোথায় বাড়ি জানি না। তাঁকে বলা হয়েছিল কীভাবে নিয়োগ হয়েছে, তা যেন তাঁর কর্তৃপক্ষ জানায়। তাছাড়া দশ, পনেরো বছর ধরে কাজ করার পর কয়েকজনকে বসিয়ে দেওয়ার কারণও জানতে চাওয়া হয়েছিল। কোনও মারধরের ঘটনা ঘটেনি।

    ঘটনার কথা অস্বীকার করেছেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান তথা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, ভিত্তিহীন অভিযোগ। এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি। 

    তৃণমূলের মালদহ জেলা সহ সভাপতি শুভময় বসুর মন্তব্য, মেডিকেল কলেজের দীর্ঘদিনের চুক্তিভিত্তিক কর্মীদের ছাঁটাই করে নতুনদের নিয়োগ করা হচ্ছে। তা নিয়েই আমাদের শ্রমিক নেতা কথা বলতে গিয়েছিলেন। সেখানে কোনও ঝামেলা হয়েছে বলে আমার জানা নেই। 

     অভিযুক্ত তৃণমূল নেতা জয়ন্ত বসু। 
  • Link to this news (বর্তমান)