সংবাদদাতা, দিনহাটা: রাজ্যে এসআইআর ঘোষণা হতেই উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা। সোমবার মাঝরাতে কোচবিহার জেলা বিজেপির সম্পাদক অজয় রায়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে। দিনহাটা শহরের ২ নম্বর ওয়ার্ডের ওই নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় মন্ত্রী উদয়ন গুহের পুত্র সায়ন্তন গুহর নাম সামনে এসেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সায়ন্তন। তাঁর দাবি, ওই রাতে তাঁর কয়েকজন সঙ্গী রাস্তায় পটকা ফাটিয়ে আনন্দ করছিল। কারও বাড়ির লক্ষ্য করে বোমা ছোড়ার কোনও ঘটনাই ঘটেনি। প্রচারে ভেসে থাকতেই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।
বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় মঙ্গলবার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ তুলে ধরে বলেন, সোমবার রাতে আমার বাড়ির সামনে সায়ন্তন গুহর নেতৃত্বে ইচ্ছাকৃতভাবে বোমাবাজি করা হয়েছে। আসলে ওরা ভয় পাচ্ছে, সেই কারণেই এই ধরনের হামলা চালিয়ে আমাদের ভীত সন্ত্রস্ত করতে চাইছে।
বিজেপি নেতার এমন অভিযোগ অস্বীকার করেছেন দিনহাটা শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পার্থ সাহা। তাঁর পাল্টা অভিযোগ, অজয়বাবু কি অভিযোগ করছেন, সেটা নিয়ে কোনও মাথাব্যথা আমাদের নেই। সোমবার ছটপুজো ছিল, আর সেই উৎসবের দিনে বাজিপটকা ফাটবেই। সেটার জন্য ওঁর অনুমতি নিতে হবে নাকি।
সায়ন্তন গুহ বলেন, দলের যুব সভাপতি পার্থ সাহার বাড়ি থেকে আমার বাড়ির দিকে ওই রাতে আসছিলাম। সেই সময় আমার সঙ্গে থাকা কিছু যুবক বাজি ফাটিয়ে আনন্দ করছিল। কারও বাড়ির লক্ষ্য করে বোমা ফাটানো হয়নি। আসলে ওদের সঙ্গে জনসমর্থন নেই। এই কারণে ওদের দলের নেতারা মিডিয়ায় ভেসে থাকার জন্য এসব উল্টোপাল্টা অভিযোগ করছেন।
ঘটনা ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে তৃণমূলের তীব্র সমালোচনা করে লিখেছেন—এসআইআর ঘোষণার পরেই রাতের অন্ধকারে ভারতীয় জনতা পার্টির কোচবিহার সাংগঠনিক জেলা সম্পাদক অজয় রায়ের বাড়ির সামনে ভাড়াটে দুষ্কৃতীবাহিনীকে ব্যবহার করে শাসানি, হুমকি এবং বোমাবাজি করল আতঙ্কিত তৃণমূল! রাতের অন্ধকারের আশ্রয় নিয়ে কাপুরুষের মতো তৃণমূলের এই আক্রমণ শুধু রাজনৈতিক নির্লজ্জতাই নয়, বরং প্রমাণ যে এসআইআর ঘোষণার পর কোচবিহারে কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন উদয়নবাবুরা! বিজেপি এই ধরনের দুষ্কৃতী আচরণ বরদাস্ত করবে না। এই সমাজবিরোধীদের কীভাবে দমন করতে হয় তা বিজেপি জানে।
অন্যদিকে, তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, অজয় রায় এতবড় কেউ নন যে তাঁর বাড়িতে মন্ত্রীর ছেলে দুষ্কৃতী নিয়ে গিয়ে বোমা ছুড়বে। আসলে বিজেপির হাতে কোনও রাজনৈতিক এজেন্ডা নেই। তাই এসআইআরের সময় এটাকে ইস্যু করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। এদিকে, দিনহাটা মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্র বলেন, এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।  সিসি ক্যামেরা ফুটেজ।