বৈধ ভোটারের নাম বাদ গেলে দুঃখ রয়েছে বিজেপির কপালে: কাজল
বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, সিউড়ি: এসআইআর নিয়ে বিজেপি নেতা-কর্মীদের হুমকির সুর শোনা গেল জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গলায়। কোনও বৈধ ভোটার বাদ গেলে বিজেপির কপালে দুঃখ আছে। সোমবার সংবাদমাধ্যমের সামনে তিনি এই মন্তব্য করেন। আর তা নিয়ে জেলাজুড়ে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। ওইদিন রাতে জেলা পরিষদের সভাধিপতি সিউড়ি-২ ব্লকের বনশঙ্কা পঞ্চায়েতের একটি খেলার উদ্বোধনে যান। সেখানেই সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, এসআইআরের নাম করে কোনও বৈধ ভোটারকে বাদ দেওয়া হলে এই জেলার মা-মাটি-মানুষের কর্মীরা বসে থাকবে না। এটা যে বিজেপির চক্রান্ত তা বাংলার মানুষ জেনে গিয়েছে। তাই বিজেপি নেতানেত্রীদের বলব, সাবধান হয়ে যান। তিনি আরও বলেন, এসআইআর হোক। কিন্তু একজনও বৈধ ভোটার যেন তাঁর ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। তা হলেই তোমাদের কপালে দুঃখ আছে।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার এসআইআর নিয়ে তৃণমূল নেতাদের মুখে হুমকি শোনা গিয়েছে। কিছুদিন আগেই রামপুরহাটে বিজয়া সম্মিলনির কর্মসূচিতে এসে তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়েছিলেন, কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপির নেতা-কর্মীদের বাড়ি ঘেরাও করুন। একই ইশ্যুতে এবার হুমকির সুর কাজলের গলায়। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার পাল্টা দাবি, তৃণমূল বিভিন্ন সরকারি সংস্থাগুলিকে দলীয় সংস্থায় পরিণত করেছে। তাই নির্বাচন কমিশনকে বিজেপির সংস্থা হিসেবে ভাবছে। কিন্তু নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ সংস্থা। কমিশন ১২টি রাজ্যে এসআইআর করছে। তাই এই ধরনের বক্তব্য অমূলক। তিনি আরও বলেন, হুমকি দিতে গিয়ে সভাধিপতিকে আবার তিহার না যেতে হয়।