নিজস্ব প্রতিনিধি, তমলুক: ঘড়ির কাঁটায় ভোর ৪টে। চারপাশ তখনও অন্ধকার। মঙ্গলবার ভোরে তখন দীঘা মোড় থেকে তীব্র গতিতে ছুটে আসছে প্রাইভেট গাড়িটি। সোনাপেত্যা টোলপ্লাজায় নাকা চেকিংয়ে তমলুক পুলিশ। গাড়ি থামিয়ে নজরে এল গাড়ির পিছনের আসনে বসে এক নাবালিকা। তাঁর কোলে মাথা দিয়ে ঘুমে আচ্ছন্ন এক যুবক। গাড়ি থামতেই চকিতে ঘুম ভাঙে তার। ভোররাতে গাড়ির ভিতর নাবালিকা ও যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের।
যুবককে উর্দিধারীদের প্রশ্ন — ‘মেয়েটি কে?’ সটান জবাব আসে, ‘বোন হয়। দীঘায় বেড়াতে গিয়েছিলাম, এখন বাড়ি ফিরছি’। উত্তরে আরও সন্দেহ বাড়ে পুলিশের। পরিচয়পত্র দেখাতে বলতেই নাবালিকা ও যুবকের মুখ কাঁচুমাচু। কপাল ঘামতে শুরু করেছে। পুলিশের কড়া জিজ্ঞাসাবাদে পর্দাফাঁস। আধার কার্ড বের করতেই ভ্রূ কপালে ওঠে কর্তব্যরতদের। নাবালিকার বয়স মাত্র ১৪। আরও চাপ দিতেই স্পষ্ট হয় সম্পর্ক। যুবক আদতে ওই নাবালিকার বাড়ির ভাড়াটে। বিবাহিত, সন্তানের জনক। বাড়িওয়ালার মেয়েকে ফুঁসলে দীঘা নিয়ে গিয়েছিল। নাবালিকা দমদম থানা এলাকার সাঁপুইপাড়ার বাসিন্দা। রাতভর দীঘাজুড়ে খুঁজে বেড়ালেও, নাবালিকা সঙ্গে থাকায় কোনও হোটেলই ঘর ভাড়া দিতে রাজি হয়নি। অগত্যা দমদমের পথেই ফিরছিল তারা। ঘটনাস্থল থেকেই যুবককে আটক করে তমলুক থানার পুলিশ। সূত্রের খবর, যুবকের নাম ইব্রাহিম আমিন তালুকদার (৩০)। ১০ বছরের সন্তানও রয়েছে তার। বাড়িওয়ালার মেয়ের সঙ্গে সম্প্রতি সম্পর্কে জড়ায়। সেই সূত্রেই গাড়ি ভাড়া করে দীঘায় গিয়েছিল তারা। যুগলকে পাকড়াও করার পর মঙ্গলবার সকালেই দমদম থানার সঙ্গে যোগাযোগ করে তমলুক পুলিশ। জানা যায়, সোমবার রাতেই দমদমের বাড়ি থেকে পালিয়েছিল তারা। সেই মর্মে দমদম থানাতেই ভাড়াটে ইব্রাহিমের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেছিল নাবালিকার পরিবার। এদিনই অভিযুক্তকে গ্রেফতার করে দমদম নিয়ে এসেছেন তদন্তকারীরা।
মঙ্গলবার ভোরে সোনাপেত্যা টোলপ্লাজার চেকিংয়ের দায়িত্বে ছিলেন ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স অফিসার-২ ইনসপেক্টর শ্যামল দাস, তমলুক থানার অফিসার মৌমিতা কুঁড়ে সহ অন্যান্যরা। গাড়ির ভিতর অসম বয়সি যুগলকে দেখে তাঁদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় ও ঠিকানার জেনে দমদম থানায় ফোন করতেই আসল রহস্য বেরিয়ে আসে। এদিন ওই নাবালিকা পুলিশকে জানিয়েছে, সে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করত। একবার ফেল করার পর স্কুল ছেড়ে দিয়েছে। এখন ক্লাস এইটে পড়ে। তিনমাস ধরে ইব্রাহিমের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। যদিও ইব্রাহিমের দাবি, তাদের সম্পর্ক গত দু’বছরের।