• মন-থা’র দাপটে উত্তাল দীঘা ঝড়ে গেট ভেঙে অবরুদ্ধ তমলুক
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: মন-থা ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার বিকেলে দুর্যোগ ঘনাল পূর্ব মেদিনীপুরে। এদিন দুপুরে জোয়ারের সময় দীঘার সমুদ্র উত্তাল হয়ে ওঠে। উপকূল বরাবর বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যায়। এদিন দীঘা থানার পক্ষ থেকে উপকূলে মাইকিং করা হয়। মন-থা সাইক্লোনের প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে। তা‌ই পর্যটকদের সতর্ক করা হয়। এছাড়া, সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়। উপকূল বরাবর নজরদারিও বাড়ানো হয়েছে।  

    মঙ্গলবার বিকালে ঝড়ের দাপটে তমলুক ব্লকের হাকোল্লা বাসস্টপে তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়কের উপর লাইটের বড় গেটে ভেঙে পড়ে। স্থানীয় পূর্বকোলা দেওয়ালি উৎসব ও ক্ষুদিরাম গ্রামীণ মেলা হচ্ছে। ১৫দিন ধরে ওই মেলা হয়। সেখানে রাস্তার উপর সুউচ্চ লাইটের গেট তৈরি করা হয়েছিল। ঝড়ের সময় সেই গেট ভেঙে পড়ে রাস্তার উপর পড়ায় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। মানুষজন ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েন। ৫০ফুট উচ্চতার ওই গেট হুড়মুড়িয়ে ভেঙে পড়লেও ছুটে পালানোয় বরাতজোরে রক্ষা পেয়েছেন কয়েকজন। উদ্যোক্তারা কীভাবে রাজ্য সড়কের উপর এত বড় গেট তৈরি করল, তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। মেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ মান্না বলেন, প্রতি বছর পুজো ও মেলা উপলক্ষ্যে আমরা হাকোল্লা বাসস্টপে ওই গেট নির্মাণ করি। গেটের উচ্চতা প্রায় ৫০ফুট। এদিন ভেঙে পড়ার সময় অবশ্য কোনও হতাহতের ঘটনা ঘটেনি।বঙ্গোপসাগরে সৃষ্ট ওই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে আঘাত হানার কথা। তার প্রভাব পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায় পড়তে পারে। জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে। সেইমতো প্রস্তুতিও সেরে রেখেছে জেলা প্রশাসন। ৩১অক্টোবর পর্যন্ত ২৪ঘণ্টাব্যাপী কন্ট্রোলরুম খোলা হয়েছে। কন্ট্রোলরুম নম্বর-৯০৭৩৯৩৯৮০৪। তিনটি শিফটে সিভিল ডিফেন্স কর্মীরা সেখানে থাকছেন। পাশাপাশি উপকূল এলাকার সিভিল ডিফেন্স টিমকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্রে যাতে কোনও অঘটন না ঘটে সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিন দীঘা উপকূলে মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হয়। অতিরিক্ত বৃষ্টি হলে সবজি সহ অন্যান্য ফসলে ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে। তাই কৃষিদপ্তরও চিন্তিত।কৃষিদপ্তরের পূর্ব মেদিনীপুরের উপ অধিকর্তা সুকান্ত সাহা বলেন, ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে আমরা গত দু’-তিন ধরে ব্লকে মাইকিং করেছি। জেলায় ৩০শতাংশ জমির আমন ধান পেকে গিয়েছে। অনেক জায়গায় ধান কাটার কাজও শুরু হয়েছে। এই অবস্থায় ধান কাটার মেশিন ভাড়া করা কেন্দ্র থেকে নিয়ে দ্রুত ধান কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে ভারী বৃষ্টি হয়। সেইসঙ্গে ঝোড়ো হাওয়া ছিল। তারপর ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় ব্যবস্থাপণ অফিসার নিরঞ্জন মণ্ডল বলেন, মন-থা নিয়ে আমরা সতর্ক আছি। ২৪ঘণ্টাব্যাপী কন্ট্রোলরুমও খোলা আছে। উপকূলে সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের সতর্ক করা হয়েছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)