• জগদ্ধাত্রী পুজোয় দুঃস্থদের পাশে বাসুলিয়া-পূর্ব শ্রীকৃষ্ণপুর যুব সংঘ
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, হলদিয়া: পুজোর পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ায় হলদিয়ার বাসুলিয়া-পূর্ব শ্রীকৃষ্ণপুর যুব সংঘ। তাদের জগদ্ধাত্রীপুজোর সুখ্যাতিও রয়েছে ভালোই। পুজোর সময় ক্লাব কর্তৃপক্ষ দুঃস্থদের হাতে জামাকাপড় তুলে দিতে ‘ইচ্ছে মেলা’ আয়োজন করে। পুজো প্রাঙ্গণেই সেই মেলা বসে। কেবলমাত্র দুঃস্থ মানুষই এই মেলায় অংশ নিতে পারে। এজন্য পুজো কমিটি তাঁদের হাতে কুপন তুলে দেয়। তাঁরা মেলায় এসে নিজেদের ইচ্ছেমতো জামাকাপড় নেন। শুধু নিজেদের মণ্ডপ নয়, যুব সঙ্ঘের উদ্যোগে দুর্গাপুজো, কালীপুজোর সময়ে হলদিয়ার বিভিন্ন মণ্ডপে এমন অভিনব উপহারের ব্যবস্থা করা হয়। এবছর অবশ্য দুর্যোগের কারণে পরে ওই মেলা হবে।

    এই ক্লাবের জগদ্ধাত্রীপুজো ২২তম বর্ষে পা দিয়েছে। পুজোর বাজেট প্রায় ১০লক্ষ টাকা। পুজো উপলক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নানা সেবামূলক কাজ করা হবে। সোমবার মহাষষ্ঠীর সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা করে প্রতিমা আনা হয়েছে। তাতে প্রচুর মহিলা অংশ নেন। ওইদিন সন্ধ্যায় শিক্ষক ও সমাজকর্মীদের দিয়ে পুজোমণ্ডপ উদ্বোধন করা হয়েছে। মহিলাদের শাড়ি ও পড়ুয়াদের হাতে স্কুলব্যাগ, খাতা তুলে দেওয়া হয়।

    মঙ্গলবার মহাসপ্তমীতে সারা বাংলা যোগাসন প্রতিযোগিতায় দেড়শোর বেশি প্রতিযোগী অংশ নিয়েছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে বুধবার মহাষ্টমীর সমস্ত অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। মহানবমী থেকে ফের অনুষ্ঠান শুরু হবে।বৃহস্পতিবার নবমীর সকালে ব্লাড প্রেশার ও সুগার পরীক্ষায় শিবির হবে। এছাড়া, আঁকা ও যেমন খুশি সাজো প্রতিযোগিতা থাকছে। সন্ধ্যায় দেবীর প্রসাদ হিসেবে ক্ষীরভোগ বিতরণ হবে। শুক্রবার দশমীর দুপুরে বহু মানুষকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে। পুজোর কর্মকর্তা সমর হাজরা ও দীনবন্ধু বেরা বলেন, মহাষ্টমীতে কুমারীপুজোর পর শোভাযাত্রা হবে। 

    ক্লাবের কর্মকর্তা দিলীপ হাজরা ও প্রশান্ত সাহু বলেন, বছরভর বস্ত্র বিলি, যোগ প্রশিক্ষণ, দাতব্য হোমিওপ্যাথি চিকিৎসা সহ নানা কাজের জন্য ক্লাবের তরফে প্রায় তিন লক্ষ টাকা বরাদ্দ থাকে। পুজোর মূল আকর্ষণ ‘ইচ্ছে মেলা’ বৃষ্টির জন্য স্থগিত আছে। ১২জানুয়ারি যুব দিবসে সেটা আয়োজিত হবে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)