• বিজেপিকে এনআরসি তোপ মমতার
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনে এসআইআর, পিছনের দরজা দিয়ে এনআরসি—এটাই কেন্দ্রের বিজেপি সরকারের ব্লু-প্রিন্ট! এমনই আতঙ্কটাই গ্রাস করছে বাংলার আম জনতাকে। মঙ্গলবার এসআইআর শুরুর দিনেই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। এনআরসি আতঙ্কে এক প্রৌঢ়ের আত্মঘাতী হওয়ার খবরে গর্জে উঠেছেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘বিজেপি ভয় ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এর চেয়ে বড় অভিযোগ আর কী হতে পারে? কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই হৃদয়হীন খেলা চিরতরে বন্ধ করুন। বাংলা এনআরসি বরদাস্ত করবে না। আমরা কাউকে জনগণের মর্যাদা কেড়ে নিতে দেব না। দিল্লির জমিদাররা শুনে নিন বাংলা প্রতিরোধ করবে, বাংলা রক্ষা করবে এবং বাংলা জয়ী হবে।’

    এনআরসিকে অস্ত্র করে বিজেপি দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের মধ্যে ভয়-ভীতি সঞ্চার করার চেষ্টা করছে—মমতার এই অভিযোগ নতুন নয়। এদিনও তার প্রতিধ্বনি শোনা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর মন্তব্যে। তিনি সাফ লিখেছেন, ‘বছরের পর বছর ধরে বিজেপি কীভাবে এনআরসির হুমকি দিয়ে, মিথ্যা ও আতঙ্ক ছড়িয়ে, ভোটের জন্য নিরাপত্তাহীনতাকে হাতিয়ার করে নিরীহ নাগরিকদের উপর নির্যাতন চালিয়ে আসছে, তা কল্পনা করলেও আমার হৃদয় কেঁপে ওঠে। সাংবিধানিক গণতন্ত্রকে ওরা কঠোর আইনের শাসনে পরিণত করেছে। এমন শাসন, যেখানে মানুষ নিজের অস্তিত্বের অধিকারকেই সন্দেহ করতে বাধ্য হয়। এই মর্মান্তিক মৃত্যু বিজেপির বিষাক্ত প্রচারের প্রত্যক্ষ পরিণতি। গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বিদেশি ঘোষণা করা হবে, এই ভয়ে নিজের দেশেই মারা যাচ্ছেন নাগরিকরা।’
  • Link to this news (বর্তমান)