• সাইরানির প্রথম মৃত্যুবার্ষিকীতে একমঞ্চে বাম-কংগ্রেস নেতারা
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনে কি বাম-কংগ্রেস জোট হবে? এই প্রশ্ন যখন বারবার ঘুরে ফিরে আসছে, ঠিক সেইসময় রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানির স্মরণসভায় এক মঞ্চে দেখা গেল মহম্মদ সেলিম, শুভঙ্কর সরকার, অধীররঞ্জন চৌধুরী, মনোজ ভট্টাচার্য, বিমান বসুদের। প্রয়াত নেতার স্মরণসভায় বাম-কংগ্রেস নেতারা একসঙ্গে লড়াই করারও ডাক দিলেন। কবি সুভাষ মুখোপাধ্যায়কে উদ্ধৃত করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বললেন, রাস্তাই রাস্তা দেখাবে। অধীরের কণ্ঠে উঠে এলো শ্রেণিসংগ্রামের কথা। প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বাম নেতা ইন্দ্রজিত্ গুপ্তের কথাও উঠে এল তাঁর বক্তব্যে। এদিকে সেলিম বললেন, সুযোগ পাওয়া গেল একসঙ্গে হওয়ার।

    রমজান আলি মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে হাফিজ আলম সাইরানির প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা আয়োজন করা হয়েছিল কলকাতার রামমোহন হলে। সাইরানি ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন। পরে বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় মন্ত্রীও হন তিনি। পরে কংগ্রেসে যোগ দেন। আরএসপির সর্বভারতীয় সম্পাদক মনোজ ভট্টাচার্য বলেন, ‘কখনও প্রতিক্রিয়াশীল শক্তির সঙ্গে হাত মেলাননি। ধর্মনিরপেক্ষতার সঙ্গে ছিলেন।’ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ডান-বামপন্থার দরকার হয় না। একটা পন্থাই দরকার, তা হল অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামা।’ কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘বাম-ডানপন্থী তত্ত্বের কচকচানিতে না গিয়ে এই মুহূর্তে বাংলায় দরকার উদার ও ধর্মনিরপেক্ষ শক্তি।’ মহম্মদ সেলিমের বক্তব্যে ‘ইন্ডিয়া’ জোটের ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা উঠে আসে। এছাড়া স্মৃতিচারণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, আইএনটিইউসি নেতা কামরুজ্জামান ও পরিবারের সদস্যরা।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)