• পরিবেশ রক্ষার সচেতনতা, পুজোর শহরে ‘স্বচ্ছোৎসব’, ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারের অভিনব উদ্যোগ
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। উৎসবের প্রাণকেন্দ্র হয়ে ওঠে মহানগর কলকাতা। ইউনেস্কো থেকে মিলেছে স্বীকৃতিও। তবে সচেতনতার অভাবে পুজোর সময় দূষিত হতে পারে পরিবেশ। তাই পরিবেশ রক্ষা এবং দূষণ রোধে এগিয়ে এলেন বিজ্ঞানীরা। দেশের পরমাণু শক্তি বিভাগের অধীনস্থ অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান ‘ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার’ (ভিইসিসি) অভিনব উদ্যোগ নিল। মৃৎশিল্পী, পুরোহিত, কারিগর, পুজো কমিটি সহ পুজোর সঙ্গে যুক্ত সবাইকে নিয়ে ‘স্বচ্ছোৎসব’ আয়োজন করেছিল ভিইসিসি। বিসর্জন থেকে গঙ্গার জলে কতটা দূষণ ছড়ায়, তা পরিমাপ করার জন্য বিসর্জনের আগে এবং পরে জলের নমুনাও সংগ্রহ করেছে তারা। 

    সল্টলেকে অবস্থিত ‘ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারে’ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে ভিইসিসির ডিরেক্টর সুমিত সোম, ভিইসিসির স্বচ্ছতা কমিটির চেয়ারম্যান চিন্ময় নন্দী, স্বচ্ছতা কমিটির সচিব ডঃ তিলক ঘোষ, যুগ্ম সচিব সুমন গুহ সহ বিশিষ্ট বিজ্ঞানী ও পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। তাঁরা জানান, পরিবেশ রক্ষায় গত ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ‘স্বচ্ছোৎসব’ কর্মসূচি নেওয়া হয়েছিল। তার জন্য পুজো উদ্যোক্তা, প্যান্ডেলের 

    কারিগর, শিল্পী, মৃৎশিল্পী, পুরোহিত, বিসর্জনের সঙ্গে যুক্ত কুলি, সাফাইকর্মী সবার মধ্যে আগাম সচেতনতা প্রচার করা হয়েছিল। যেমন, প্যাণ্ডেলে একবার ব্যবহার করা পলিথিন না রাখা, পরিবেশবান্ধব জিনিসপত্র দেওয়া, মূর্তিতে রাসায়নিক রং না দেওয়া ইত্যাদি। 

    শোভাবাজারে পুরোহিতদের নিয়ে পুজোর আগে একটি প্রশিক্ষণ শিবির হয়। সেখানকার উদ্যোক্তারা পরের বছর থেকে এই পরিবেশবান্ধব কর্মসূচিকে সিলেবাসে যুক্ত করার কথা বলেছেন। এই ‘স্বচ্ছোৎসবে’ বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে ভিইসিসি এবং নলেজ পার্টনার হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয় একত্রে কাজ করছে। পরিবেশ বিষয়ক নির্দেশিকা তৈরির ক্ষেত্রে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের গাইডলাইন অনুসরণ করা হয়েছে। ৬০টি পুজো কমিটিকে সম্মানিত করা হয়েছে। সবচেয়ে বেশি নম্বর পেয়েছে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দিদের দুর্গাপুজো। ভিইসিসির ডিরেক্টর সুমিত সোম বলেন, ‘সকলের সক্রিয় অংশগ্রহণে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।’ নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)