পাচারের পর দেহ ব্যবসায় নামানোর অভিযোগ, ৬ ধৃতের জেল হেফাজত
বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারীপাচার ও তাঁদের দেহ ব্যবসায় নামানোর অভিযোগে কলকাতা গোয়েন্দা পুলিশের ইমমরাল ট্রাফিকিং বিভাগ সম্প্রতি ছ’জনকে পাকড়াও করেছিল। ধৃতদের মধ্যে চারজন পুরুষ, দু’জন মহিলা। উদ্ধার হয়েছিল ন’জন নাবালক‑নাবালিকা। কোর্টের নির্দেশে বর্তমানে তারা হোমে আছে। এই মামলার অগ্রগতির বিষয়ে মঙ্গলবার তদন্তকারী পুলিশ অফিসারের কাছে রিপোর্ট তলব করল কলকাতার বিচারভবনের বিশেষ পকসো আদালত। পাশাপাশি এদিন আদালত ধৃতদের ১০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে এদিন তিনজন আদালতে জামিনের আর্জি জানান। সেই শুনানির দিন ধার্য হয়েছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা নানা বয়সি নাবালিকা, তরুণী, যুবতীদের বিভিন্ন দালালের মাধ্যমে নিষিদ্ধপল্লিতে এনে দেহ ব্যবসায় নামাতেন। আদালত সূত্রের খবর, অভিযুক্তদের জেরা করে গোয়েন্দারা উত্তর কলকাতার একটি নিষিদ্ধপল্লির বিভিন্ন ঘর থেকে নয়জন বিভিন্ন বয়সি নাবালক‑নাবালিকাকে উদ্ধার করেন।
সরকারি কৌঁসুলি বলেন, অভিযোগ গুরুতর। তাই আমরা প্রথম থেকেই ধৃতদের জামিনে আপত্তি জানিয়েছি। ধৃতরা জামিন পেলে মামলাকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা চালাতে পারেন। শুধু তাই নয়, তাঁরা চম্পটও দিতে পারেন। তাতে মামলা নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে।