• নাইট ক্লাব কাণ্ডে আইনি প্রক্রিয়া শুরু পুলিশের
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকের নাইক ক্লাবে এক তরুণীকে হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। রবিবার ভোররাতে সল্টলেকের একটি পাঁচতারা হোটেল ক্যাম্পাসের ওই ঘটনায় নাম জড়িয়েছে পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত নাসের খান সহ কয়েকজনের। বিধাননগর কমিশনারেটের এক পদস্থ কর্তা বলেন, নাসের সহ দু’জনের নামে এফআইআর হয়েছে। আইনি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এরপর অভিযুক্তদের নোটিশ পাঠানো, তরুণীর জবানবন্দি রেকর্ড সহ বিভিন্ন প্রক্রিয়াগুলি হবে। সেই সঙ্গে ক্লাবের সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হবে। অন্যদিকে, নাসের খান বিধাননগর দক্ষিণ থানায় একটি চিঠি দিয়েছেন। তাতে তিনি উল্লেখ করেছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সময় তিনি উপস্থিতই ছিলেন না। তদন্তে তিনি সবরকম সহযোগিতা এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার কথাও বলেছেন। পুলিশ জানিয়েছে, তাঁর বক্তব্যও খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)