দলীয় ‘কোন্দলে’ অভিযুক্ত উত্তরের তিন নেতা, সতর্ক করল আলিমুদ্দিন
বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিপিএম নেতাদের মধ্যে উপদলীয় কার্যকলাপ ক্রমাগত বাড়ছে। তাই রাজ্য কমিটির বৈঠক থেকে সেই সব নেতাদের সতর্ক করে দিল নেতৃত্ব। বিধানসভা নির্বাচন আসন্ন। দলের শূন্যের দশা কাটাতে মরিয়া নেতৃত্ব। এহেন পরিস্থিতিতে উপদলীয় কার্যকলাপ মাথাচাড়া দিক—তা একেবারেই চাইছে না আলিমুদ্দিন। গত সোমবার রাজ্য কমিটির বৈঠক শেষ করেছে সিপিএম। সূত্রের খবর, সেখান থেকে উত্তর ২৪ পরগনার তিন নেতাকে সতর্ক করে দেওয়া হয়েছে উপদলীয় কার্যকলাপ নিয়ে। এদিকে, দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্মেলনের পর বেশ কয়েক মাস কেটে গেলেও জেলা কমিটি তৈরি করা যায়নি। তাই ওই জেলার নেতাদেরও দ্রুত কমিটি গঠনের কাজ সেরে ফেলতে বলা হয়েছে।
উত্তর ২৪ পরগনায় সিপিএমের জেলা সম্মেলনে তত্কালীন জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীকে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ভোটাভুটিতে পদ খোয়াতে হয়েছিল। আলিমুদ্দিন সূত্রের খবর, তখনই উপদলীয় কার্যকলাপের জন্য জেলার তিন নেতা অভিযুক্ত হয়েছিলেন। সদ্যসমাপ্ত রাজ্য কমিটির বৈঠকে তাঁদের সাসপেন্ড করা নিয়ে দু’টি ভিন্ন মত উঠে এসেছিল বলে সূত্রের খবর। কেউ বলেছিলেন ছ’মাস, কেউ বলেছিলেন আগামী বৈঠক পর্যন্ত তাঁদের সাসপেন্ড করা হোক। কিন্তু শেষ পর্যন্ত ওই তিন নেতাকে সতর্ক করা হয়েছে। আরও জানা গিয়েছে, বৈঠকেই এক নেতা উপদলীয় কার্যকলাপে মদত দেওয়ার জন্য অন্য এক নেতাকে ঘুরিয়ে দায়ী করেন। হাওড়ার এক নেতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে খবর। রাজ্য কমিটির এক সদস্যের কথায়, ‘উত্তর ২৪ পরগনার তিন নেতাকে সতর্ক করা হয়েছে আর দক্ষিণ ২৪ পরগনাকে বলা হয়েছে একজোট হতে হবে। যাঁরা বিদ্রোহী হয়ে বেরিয়ে গিয়েছিলেন, তাঁদের কমিটিতে রাখার জন্য নতুন বিধি আনা হচ্ছে।’