• বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ
    দৈনিক স্টেটসম্যান | ২৯ অক্টোবর ২০২৫
  • কোচবিহারের দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে ও বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সোমবার বিকেলেই পশ্চিমবঙ্গ সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর–এর দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আর এদিন রাতেই বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ ওঠে। তাঁর বাড়ি লক্ষ্য করেও বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ করেন অজয়বাবু। মঙ্গলবার সকালে তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ছেলে সায়ন্তন গুহর নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতী রাতের অন্ধকারে এই কাণ্ড ঘটিয়েছেন। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন উদয়ন ও তাঁর ছেলে। এই অভিযোগকে ‘পাগলের প্রলাপ’ বলে মন্তব্য করেছেন সায়ন্তন।

    অজয় রায় হলেন বিজেপির কোচবিহার জেলা সম্পাদক। তিনি অভিযোগ করেন, সোমবার রাতে উদয়ন গুহর ছেলে সায়ন্তন গুহ কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে তাঁর বাড়ির সামনে ও বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করেছেন। সেই সময় সায়ন্তন সহ বাকিরা মত্ত অবস্থায় ছিলেন। রাতের অন্ধকারে বোমাবাজি সহ চলে অকথ্য গালিগালাজ। বাড়ির গেটে ধাক্কাও দেওয়া হয়। মঙ্গলবার এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ (যার সত্যতা যাচাই করে দেখেনি দৈনিক স্টেটসম্যান) প্রকাশ্যে এসেছে।

    তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সায়ন্তন গুহ। তিনি জানিয়েছেন, ছটপুজো উপলক্ষে এলাকায় উৎসবের আবহ ছিল। সোমবার রাতে তাঁরা ২ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি পার্থ সাহার বাড়ি থেকে ফিরছিলেন। সেই সময় রাস্তায় নিজেরাই মজা করার জন্য আতশবাজি ফাটাচ্ছিলেন। কারও বাড়ি লক্ষ্য করে বাজি ছোঁড়া হয়নি। বোমাবাজি করার তো কোনও প্রশ্নই ওঠে না। এই অভিযোগ ‘পাগলের প্রলাপ’। এসব অভিযোগ তুলে অজয়বাবু রাজনীতিতে টিকে থাকতে চাইছেন বলেও অভিযোগ করেছেন সায়ন্তন। ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন উদয়ন গুহও।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)