• Breaking News Live: তৃণমূল নেতা কাইজার আহমেদকে খুনের হুমকি, ফের অশান্তি ভাঙড়ে
    এই সময় | ২৯ অক্টোবর ২০২৫
  • তৃণমূল নেতা কাইজার আহমেদকে খুনের হুমকি। মঙ্গলবার গভীর রাতে কয়েকশো কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে কাইজারের বাড়ির সামনে পৌঁছে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন অভিযুক্তরা। এরই পাশাপাশি কাইজার আহমেদকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। তৃণমূল নেতা বাহারুল ইসলাম এবং সাবিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা বাহারুল ইসলাম। তাঁর দাবি, ‘এটা সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত। আমাদের বদনাম করার জন্যই এই মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’

    ক্যানাডায় ফের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের দুষ্কৃতীদের গুলিতে নিহত ব্যবসায়ী। দর্শন সিং শশী (৬৮) নামে ওই ব্যবসায়ীকে সোমবার খুন করা হয়। খুনের দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং।  ক্যানাডা পুলিশ জানিয়েছে, ব্রিটিশ কলাম্বিয়ার অ্যাবোটসফোর্ড শহরে থাকতেন ব্যবসায়ী ছিলেন দর্শন সিং। টাউললাইন রোডে নিজের বাড়ির সামনেই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। দর্শনের আদি বাড়ি পাঞ্জাবের লুধিয়ানা জেলার রাজগড় গ্রামে। ব্রিটিশ কলাম্বিয়ার পাঞ্জাবি সম্প্রদায়ের মধ্যে খুবই জনপ্রিয় ছিলেন ওই ব্যবসায়ী।

    সীমান্তে সেনা প্রত্যাহার নিয়ে বৈঠক করল ভারত ও চিন। বুধবার চিনের প্রতিরক্ষা মন্ত্রক এই খবর জানিয়েছে। আলোচনার শেষে দুই পক্ষই সীমান্তে শান্তি বজায় রাখতে সম্মত হয়েছে বলে জানা গিয়েছে। চলতি বছরের শেষে ফের বৈঠকে হওয়ার কথা রয়েছে।

    মঙ্গলবার রাতেই অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় মান্থা। ঘূর্ণিঝড়ের মাত্র ৪০ শতাংশ ভূমিভাগে প্রবেশ করেছে। বাকি ৬০ শতাংশ উপযুক্ত পরিবেশ না পেয়ে থেকে গিয়েছে সমুদ্রপৃষ্ঠে। ঘূর্ণিঝড়ের বাকি অংশ যা ইতিমধ্যেই ল্যান্ড ফল করেছে সেটিও স্থলভাগ দিয়ে ছত্তিসগড়ের দিকে যাচ্ছে। আগামীকাল ঝাড়খণ্ড, বিহার হয়ে সেটি উত্তরবঙ্গে ঢুকবে। বুধবার সারাদিন কলকাতা-সহ গোটা রাজ্যের প্রায় সব জেলায় মেঘলা আকাশ, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    ঘূর্ণিঝড় মান্থা অন্ধ্রপ্রদেশের নরসাপুর থেকে প্রায় ২০ কিমি পশ্চিম-উত্তর-পশ্চিমে, মছলিপত্তনম থেকে ৫০ কিমি উত্তর-পূর্বে এবং কাকিনাডা থেকে প্রায় ৯০ কিমি পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। স্থলভাগে প্রবেশ করার পর থেকেই ধীরে ধীরে শক্তি কমতে শুরু করেছে ঘূর্ণিঝড়ের। অন্ধ্রের কোনাসিমা জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে বাড়ির উপরে গাছ পড়ে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। পৃথক একটি ঘটনায় একই জেলায় প্রবল ঝড়ের কারণে নারিকেল গাছ উপড়ে পড়ায় দু’জন আহত হয়েছেন।

  • Link to this news (এই সময়)