অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা অতিক্রম করতেই কিছুটা দুর্বল হল ঘূর্ণিঝড় মন-থা, পরোক্ষ প্রভাবে আজ, শহরে বৃষ্টির পূর্বাভাস
বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তীব্র ঘূর্ণিঝড় মন-থা গতকাল, মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। ধীরে ধীরে শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মন-থা। উপকূল এলাকা অতিক্রম করে ক্রমশ এগিয়ে যাচ্ছে মূল স্থলভাগের দিকে। আগামী ১২ ঘণ্টায় এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। মন-থা’র পরোক্ষ প্রভাবে বাংলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জন্য।আজ, বুধবার শহরে সকাল থেকে মাঝারি বৃষ্টি চলছে। রয়েছে মেঘলা আকাশ। সারাদিনই এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাল্কা থেকে মাঝারি মাত্রায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০০০.৬ মিমি। গত ২৪ ঘণ্টায় মন-থা’র প্রভাবে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কাঁথিতে। প্রায় ৮৪ মিমি। দীঘায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে প্রায় ৫৯.২ মিমি।