সাতসকালে কলকাতায় ভয়াবহ আগুন। বুধবার সকালে গড়িয়াহাট রোডে ঢাকুরিয়া সেতুর কাছে একটি তিন তলা বাড়িতে আগুন লাগে। ওই বাড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেরর শাখা রয়েছে। দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় বলে খবর।
পুলিশ সূত্রে খবর, আজ সকাল পাঁচটা-পৌনে ছ’টা নাগাদ ঢাকুরিয়ার ওই বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর দেওয়া হয় দমকলকে। সকালে ওই ব্যাঙ্ক বন্ধই ছিল। ব্যাঙ্কের ভিতর কোনও কর্মী এমনকী নিরাপত্তারক্ষীও ছিলেন না বলে খবর। ঘনবসতিপূর্ণ এলাকায় এই ঘটনা ঘটায় আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যায়। দমকলের ছ’টি ইঞ্জিন বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।
দমকম কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে ওই আগুন লাগতে পারে। এসি মেশিন থেকে আগুন লাগার সম্ভাবনাও আছে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন ব্যাঙ্কের গ্রাহকদের একাংশ। নথিপত্র এবং লকারে থাকা জিনিসপত্রের কোনও ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে তাঁরা জানতে চান।
লকারে থাকা কোনও জিনিসপত্রের ক্ষতি হয়নি বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে নথিপত্রের বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ব্যাঙ্ক খোলার পরেই তা স্পষ্ট হবে। ঘটনাস্থলে গিয়েছেন ব্যাঙ্কটির ওই শাখার ম্যানেজার। ৯২ ওয়ার্ডের কাউন্সিলর মধুছন্দা দেবও ঘটনাস্থলে যান। আগুন লাগার সময় ব্যাঙ্ক বন্ধ থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে।