বনকর্মীদের তৎপরতায় পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার ভারতীয় বাইসন
দৈনিক স্টেটসম্যান | ২৯ অক্টোবর ২০২৫
পরিত্যক্ত গভীর কুয়োতে পড়ে গিয়েছিল একটি ভারতীয় বাইসন। জঙ্গলে ঘুরতে ঘুরতে বাইসনটি গভীর পরিত্যক্ত একটি কুয়োতে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে নাগরাকাটার চাপড়ামারির পুরোনো রেলস্টেশন সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরা। আনা হয় জেসিবি। বনকর্মীদের তৎপরতায় বাইসনটিকে উদ্ধার করা হয়। তারপর স্বাস্থ্যপরীক্ষা করিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বাইসনটিকে।
সোমবার বাইসনটি পরিত্যক্ত একটি কুয়োতে পড়ে যায়। এরপরে বনবিভাগের কর্মীরা জেসিবি এনে কুয়োর একটি অংশ খুলে ঢালু পথ তৈরি করে বাইসনটিকে উদ্ধার করে। এরপর পশু চিকিৎসক ওই বাইসনটির স্বাস্থ্য পরীক্ষা করেন। তার শরীরে কোনও আঘাত না থাকায় বাইসনটিকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
বনদপ্তর সূত্রে খবর, ওই পরিত্যক্ত কুয়োটি ভরাট করে দেওয়া হয়েছে। জঙ্গলে বা জঙ্গল সংলগ্ন এলাকায় থাকা সমস্ত গর্ত ও কুয়ো চিহ্নিত করে ভরাট করার ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্য বনপাল ভাস্কর ভি এই ঘটনায় বনকর্মীদের প্রশংসা করেছে। তিনি বলেছেন, ঘটনায় বনদপ্তর কর্মীদের তৎপরতা ও অভিজ্ঞতা আবারও প্রমাণ করল বন্যপ্রাণ সংরক্ষণে তাদের দক্ষতা ও দায়বদ্ধতা কতটা।