• ‘আশার ছলনে ভুলি’… কৃত্রিম বৃষ্টিতে দিল্লির দূষণ-অসুরকে দমানো যাবে না, বলছেন বিশেষজ্ঞরা
    প্রতিদিন | ২৯ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেন ‘লগান’ ছবির সেই মুহূর্ত। আকাশের দিকে চাতকের মতো তাকিয়ে রয়েছে গ্রামবাসী। যদি একবার নামে প্রত্যাশিত বৃষ্টি। নয়াদিল্লির বর্তমান অবস্থা এখন তেমনই। বাজির দৌরাত্ম্যে দীপাবলির পর ফের লাগামছাড়া হয়েছে দূষণ। এহেন পরিস্থিতিতে বৃষ্টিই পারে পরিস্থিতি সামাল দিতে। কিন্তু বৃষ্টির সময় এটা নয়। আর তাই কৃত্রিম বৃষ্টির পথে হাঁটছে সেখানকার বিজেপি সরকার। মঙ্গলবার কৃত্রিমভাবে ‘ক্লাউড সিডিং’ বা মেঘ জমানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কিন্তু পরিস্থিতি যা, আদৌ এতেও কোনও লাভ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অতীতের অভিজ্ঞতা সেদিকেই ইঙ্গিত করছে। মহারাষ্ট্র কিংবা অন্ধ্রপ্রদেশের মতোই কি শেষপর্যন্ত লাভ কিছুই হবে না দিল্লিতেও?

    জানা গিয়েছে, এদিন বুরারি, ময়ূর বিহার ও করোল বাগ অঞ্চলে আকাশপথে মেঘের ‘বীজ’ ছড়ানো হয়েছে। বিমানগুলি আর্দ্রতা-ভরা মেঘের মধ্যে দিয়ে উড়ে গিয়ে সেখানে সিলভার আয়োডাইড এবং লবণ-ভিত্তিক যৌগের মতো কণা ছেড়ে দিয়েছে। আশা, এর ফলেই বৃষ্টি ঝরাবে মেঘগুলি। কিন্তু আদৌ কি এভাবে ‘জেদি’ দূষণে লাগাম পরানো সম্ভব? পরিবেশবিদরা বলছেন, ঘোরতর সন্দেহ রয়েছে। তাঁদের স্পষ্ট বার্তা, এভাবে কোনও ‘ম্যাজিক’ করে দূষণের মতো দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান করা যায় না।
  • Link to this news (প্রতিদিন)