অর্ণব আইচ: কলকাতার একটি থানার লকআপের ভিতর থেকে পুলিশকে লক্ষ্য করে অশ্লীল আচরণ অস্ত্র পাচারকারীর। হঠাৎই জামাকাপড় খুলে ফেলে সে! শুরু করে নাচ-গান। পুলিশের পক্ষ থেকেই এই ঘটনায় ধৃতের অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কেন এমন আচরণ? নেপথ্যে কোন ষড়যন্ত্র? তা জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, একবালপুর থানার লকআপে ঘটেছে এই ঘটনাটি। কিছুদিন আগেই একবালপুরের এম এম আলি রোডের একটি ফ্ল্যাট থেকে মহম্মদ শাহবাজ ওরফে পাগলা শাহবাজ নামে ওই যুবককে অস্ত্র পাচারের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে। তার কাছ থেকে প্রচুর অস্ত্রও পুলিশ উদ্ধার করেছিল। পুলিশ হেফাজতে থাকাকালীনই বিশেষ পোশাকে ছিল সে। অভিযোগ, সম্প্রতি সে লকআপের মধ্যে যাবতীয় পোশাক খুলে ফেলে।
অভিযোগ, ওই অবস্থায় সে লকআপের ভিতরে অশ্লীল নাচ ও গান শুরু করে। চিৎকার করে পুলিশ আধিকারিকদের দৃষ্টি আকর্ষণও করতে থাকে। তাকে ধরতে গেলে হুমকি দিতে শুরু করে সে। ওই সময় মহিলা পুলিশকর্মীরাও থানায় ছিলেন। কোনওমতে পুলিশ আধিকারিকরা তাকে ঠান্ডা করেন। তার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়। তার এই আচরণ নিয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।