নাটক বা যাত্রা করায় ধারাবাহিক থেকে বাদ পড়ছেন একের পর এক তারকা! ইন্ডাস্ট্রির পরিস্থিতি নিয়ে কটাক্ষ রূপাঞ্জনার, কী বললেন অভিনেত্রী?
আজকাল | ২৯ অক্টোবর ২০২৫
ধারাবাহিক চলাকালীন নাটক কিংবা যাত্রায় এর আগে অভিনয় করতে দেখা গিয়েছে বহু তারকাকে। পাশাপাশি দুটি ধারাবাহিকেও কাজ করেছেন বহু তারকা। তবে বর্তমানে এসব কল্পনার অতীত! একইসঙ্গে দুই মাধ্যমে কাজ করতে গেলেই বিপাকে পড়ছেন অভিনেতা-অভিনেত্রীরা।
গত ৮ মাস কাজ না থাকার পর অবশেষে সান বাংলার 'বৃন্দাবন বিলাসিনী' ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে শুরু করেছিলেন অভিনেত্রী তুলিকা বসু। পাশাপাশি শুরু করেন যাত্রাতে অভিনয়। তবে শুরুরমাত্র দু'মাসের মধ্যেই এই ধারাবাহিক ছাড়তে প্রায় বাধ্য হলেন তুলিকা বসু!
এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আগে কখনও যাননি তিনি। তা কেন এই নতুন ধারাবাহিকে আর দেখা যাবে না অভিনেত্রীকে? এই ধারাবাহিকে একজন মায়ের চরিত্রে অভিনয় করলেও এই ধরনের চরিত্র অভিনেত্রী তুলিকা বসুর জন্য প্রথমবার। সেই কারণেই মাত্র কয়েক দিনের মধ্যেই অত্যন্ত কাছের একটি চরিত্র হয়ে ওঠে। তবে দু'মাস যেতে না যেতেই এই ধারাবাহিক থেকে সরে আসতে বাধ্য হলেন অভিনেত্রী, বলা যেতে পারে খানিকটা বাধ্য হয়ে ধারাবাহিক ছাড়লেন তিনি।
যাত্রায় নতুন পথ চলা শুরু করেছেন তুলিকা বসু। যদিও এই ধারাবাহিক শুরুর আগেই নির্মাতাদের সঙ্গে যাত্রার তারিখ নিয়ে বিস্তারিত কথা হয়ে যায় অভিনেত্রীর। এমনকী, প্রথম দিকে এই ধারাবাহিকে তাঁকে ২৫ দিন লাগবে জানানো হলেও পরে মাত্র ১২ দিনের জন্য তাঁর 'ডেট' নেওয়া হয়। তবে তাতেও কোনও সমস্যা ছিল না অভিনেত্রীর।
এরপরেই হঠাৎ করেই যাত্রার তারিখ নিয়ে সমস্যা শুরু হয় এবং এই কারণে চরিত্র থেকে তাকে সরে আসতে বলা হয়। তুলিকা বসুর কথায়, "যদি এমন হতো যে যাত্রার জন্য আমার ধারাবাহিকের ক্ষতি হচ্ছে বা আমি ডেট দিয়েও সেইভাবে অভিনয় করতে আসতে পারছি না, তাহলে আমার এতটা কষ্ট হত না। আসলে একটা রক্ত মাংসের চরিত্রকে নিজের মধ্যে গড়ে তুলতে ঠিক কতটা পরিশ্রম করতে হয় তা আমরা শিল্পীরাই জানি। কিন্তু বারবার আমরা আমাদের পরিশ্রম সবটা দিয়েও কেন এই যন্ত্রণা সহ্য করতে হবে? এক কথা এক ধরনের চরিত্র বলে ধারাবাহিক শুরু হয়, পরে তা সম্পূর্ণ বদলে যায়। সেটাতেও আমরা মানিয়ে নিয়েছি। পারিশ্রমিকের ক্ষেত্রেও আমাদেরকেই মানিয়ে নিতে হয়। কেন শুধু আমরাই মানিয়ে নেব? নিজেদের শ্রমের যোগ্যতা কেন বুঝে নেব না? বারবার এই ঘটনার পর যদি আমাদের শারীরিক এবং মানসিক সমস্যার তৈরি হয় তাহলে তার দায় কে নেবে? কারণ আমরা শুধু অভিনয়টাই করি অন্তত আমার কথাটাই বলতে পারি..." আজকাল ডট ইন-কে বলতে বলতেই কেঁদে ফেলেন তুলিকা বসু।
এদিকে, ধারাবাহিক থেকে বাদ পড়েছেন অভিনেতা শঙ্কর চক্রবর্তীও। শেখর সমাদ্দারের ‘সরলরেখা বক্ররেখা’ নাটকে অভিনয় করবেন তিনি। এ দিকে, জনপ্রিয় এক প্রযোজনা সংস্থার ধারাবাহিকে তাঁর অভিনয়ের কথা পাকা। বাদ সেধেছে তারিখ। দুই মাধ্যমের সময় না মেলায় ধারাবাহিকের কাজ হারিয়েছেন অভিনেতা! এই একই ধারাবাহিকে অভিনয়ের কথা ছিল আর এক নাট্যকর্মী সুরজিৎ বন্দ্যোপাধ্যায়েরও। তাঁরও একই অবস্থা হয়েছে।
বর্তমানে ইন্ডাস্ট্রির এই পরিস্থিতি নিয়ে এবার সমাজমাধ্যমে মুখ খুললেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তিনি লেখেন, 'যাত্রায় অভিনয় করবেন বলে ধারাবাহিক থেকে বাদ, মঞ্চে অভিনয় করবেন বলে ধারাবাহিক থেকে বাদ..সংলাপ নিয়ে প্রতিবাদ জানালে আপনি সব জায়গা থেকে বাদ। আমরা কি এগোচ্ছি নাকি পিছোচ্ছি?'
অভিনেত্রীর এই পোস্টে বহু নেটিজেন থেকে শিল্পী মন্তব্য করেছেন। বেশিরভাগই রূপাঞ্জনাকে সমর্থন জানিয়েছেন।