• চলচ্চিত্র উৎসবেও গানে গানে চমক, একতারা মঞ্চ মাতাতে কোন দিন, কোন শিল্পী থাকছেন?
    আজকাল | ২৯ অক্টোবর ২০২৫
  • পুজোর রেশ কাটতে না কাটতেই সিনেমার উৎসবে মেতে উঠবে এই শহর। প্রতি বছরের মতো আর দিনকয়েকের অপেক্ষা। দেশ-বিদেশের নানা প্রান্তের সিনেমা দেখার অপেক্ষায় ভক্তেরাও। তবে বছরের এই সময়টা শহরের প্রাণকেন্দ্র নন্দন শুধুমাত্র সিনেমায় মেতে ওঠে না, নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে চারিদিক। ৭ থেকে ১২ নভেম্বর সন্ধেবেলা একতারা মঞ্চে শ্রোতাদের মুগ্ধ করবে এই অনুষ্ঠান।

    প্রতি বছর নন্দনের একতারা মঞ্চে অনুষ্ঠিত হয় জমজমাট সিনে আড্ডা। তবে এ বার খানিক অন্যরকম ভাবে হবে গোটা অনুষ্ঠান। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন এ দিন বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রীর আইডিয়া সিনে আড্ডা। একতারায় এ বার একটি নতুন নামে হবে অনুষ্ঠানটি। ‘সিনে আড্ডা: গানে গানে সিনেমা’। বিভিন্ন সিনেমার গান, বিভিন্ন আঙ্গিকের গান, বিষয়ভিত্তিক গান। বাংলার প্রথিতযশা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। নানা আলোচনায় আমরা জানতে পারব নতুন নতুন তথ্য। নতুন প্রজন্মের পরিচালকদের জন্যও ভীষণ ইন্টারেস্টিং হবে বিষয়টা।’

    ‘সিনে আড্ডা: গানে গানে সিনেমা’র সময়সূচি:

    ৭ নভেম্বর: লোকগানের সুরে যে গানগুলো সিনেমায় ব্যবহৃত হয়েছে। অংশগ্রহণে: অরিন্দম গঙ্গোপাধ্যায়, রাজকুমার রায়, পৌষালি, ইমন চক্রবর্তী। উপস্থাপনায়- পদ্মনাভ দাশগুপ্ত

    ৮ নভেম্বর: সিনেমায় রোম্যান্টিক গান। অংশগ্রহণে: সুজয় ভৌমিক, মাধুরী দে, কবীর সুমন। উপস্থাপনায়- জুন মালিয়া। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যাঁর লিপে সিনেমার এক দুটো গান শোনারও অনুরোধ রেখেছেন ইন্দ্রনীল রায়।

    ৯ নভেম্বর: সিনেমায় রাগাশ্রয়ী গান। অংশগ্রহণে: অরিত্র দাশগুপ্ত, তৃষা পারুই, শুভঙ্কর ভাষ্কর, নচিকেতা চক্রবর্তী। উপস্থাপনায়: দেবজ্যোতি বোস।

    ১০ নভেম্বর: বিষয়ভিত্তিক গান (বাংলা থেকে হিন্দি এবং হিন্দি থেকে বাংলা)। অংশগ্রহণে: রূপঙ্কর বাগচী, চন্দ্রিমা ভট্টাচার্য, বিবেক কুমার ও বাবুল সুপ্রিয়। উপস্থাপনায়: অম্বরীশ ভট্টাচার্য।

    ১১ নভেম্বর: সিনেমায় ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীত। অংশগ্রহণে: শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, ইন্দ্রনীল সেন। উপস্থাপনায়: ইন্দ্রদীপ দাশগুপ্ত।

    ১২ নভেম্বর: পাশ্চাত্য সুর থেকে অনুপ্রাণিত সিনেমার গান। অংশগ্রহণে: অঙ্কণ, অর্পিতা দে, জোজো। উপস্থাপনায়: বিশ্বনাথ বসু।
  • Link to this news (আজকাল)