নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিল্পে বিনিয়োগ চাইতে শহরে এলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। মঙ্গলবার বাইপাস লাগোয়া একটি পাঁচতারা হোটেলে প্রবাসী রাজস্থানি সম্মেলন হয়। নিজ রাজ্যে শিল্প উন্নয়নে বিনিয়োগের লক্ষ্যেই এই বিশেষ সম্মেলনের উদ্যোগ নিয়েছিল রাজস্থান সরকার। কলকাতায় যত রাজস্থানি বংশোদ্ভূত ব্যবসায়ী ও শিল্পপতি রয়েছেন, তাঁদের রাজস্থানে লগ্নির আর্জি জানানো হয়। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেন, জন্মভূমি থেকে দূরে থাকলেও প্রবাসী রাজস্থানিরা তাঁদের ঐতিহ্য, সংস্কৃতিকে অটুটভাবে রক্ষা করে চলেছেন। রাজ্যের বাইরে থাকা রাজস্থানিদের শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য সেবা, পর্যটন ও অন্যান্য শিল্পে বিনিয়োগের আহ্বান জানান ভজনলাল। এই অনুষ্ঠান থেকেই ঘোষণা করা হয় আগামী ১০ ডিসেম্বর রাজস্থানের জয়পুরে ‘প্রবাসী রাজস্থানি দিবস’ উদযাপন করা হবে।