• কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা কোচবিহারের বৃদ্ধের, নেপথ্যে ভোটার তালিকায় নামের স্পেলিং মিস্টেক?
    এই সময় | ২৯ অক্টোবর ২০২৫
  • জাতীয় নাগরিকপঞ্জি বা NRC-র আতঙ্কে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে তোলপাড় চলছে। এরই মধ্যে SIR আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা এক বৃদ্ধের। ৭০ বছর বয়স। পরিবারের দাবি, ২০০২ সালের SIR তালিকায় নাম থাকলেও ২০২৫-এর ভোটার তালিকায় নামের বানান অন্য আসায় আতঙ্কে ছিলেন। তার পরেই এই ঘটনা ঘটান। বুধবার দিনহাটার বুড়িরহাট-২ গ্রামপঞ্চায়েতের জিতপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

    ওই বৃদ্ধকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রাজ্যজুড়ে শুরু হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্ব। এই পর্বের উপর নির্ভর করবে একজনের ভোটাধিকার।

    তৃণমূলের দাবি, এই SIRকে সামনে রেখে পিছনের দরজা দিয়ে NRC-র পথ প্রশস্ত করছে কেন্দ্রীয় সরকার।

    যদিও নির্বাচন কমিশনের দাবি, ভুয়ো ভোটার, মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতেই SIR। যোগ্য ভোটারদের কোনও সমস্যাই হবে না। ২০০২ সালের SIR তালিকায় কোচবিহারের ওই বৃদ্ধের নাম ছিল। তবে সে সময়ে নাম ছিল খাইরুল শেখ। সর্বশেষ যে তালিকা, তাতে নাম রয়েছে খয়রুল শেখ। এই বিষয়টি জানতে পেরেই চিন্তিত হয়ে পড়েন। এর পরে বুধবার এলাকার একটি দোকান থেকে কীটনাশক কিনে আনেন। ঘরেই তা খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

  • Link to this news (এই সময়)