• চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু ১ মহিলার
    এই সময় | ২৯ অক্টোবর ২০২৫
  • জগদ্ধাত্রী পুজোয় প্রতিমা দর্শনে বেরিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার। গুরুতর জখম মহিলার স্বামী। মৃতের নাম দিপালী দাস (৫২) এবং আহতের নাম তরুণ কান্তি দাস (৬০)। বুধবার ঘটনাটি ঘটেছে চন্দননগর কলুপুকুর এলাকার একটি পুজো মণ্ডপের কাছে। এ দিন সকালে মণ্ডপের সামনে লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। লরি বাজেয়াপ্ত করেছে পুলিশ। লরির চালককে গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, দিপালী এবং তরুণকান্তি সম্পর্কে স্বামী-স্ত্রী। তাঁরা চুঁচুড়ার মতিঝিল এলাকার বাসিন্দা। এ দিন সকালে মোটরবাইকে চেপে তাঁরা প্রতিমা দর্শনে বেরিয়েছিলেন। সেই সময়ে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে তাঁদের বাইকে। স্বামী-স্ত্রী ছিটকে পড়ে যান রাস্তায়। বাইকের পিছনে বসে থাকা দিপালী লরির চাকায় পিষ্ট হন। গুরুতর জখম হন তরুণ কান্তি।

    স্থানীয় বাসিন্দারা লরিটিকে আটক করে স্থানীয় থানায় খবর দেন। আটকে রাখা হয় লরির চালককেও। পুলিশ এসে দীপালি ও তাঁরক স্বামীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে দিপালীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসাদীন রয়েছেন তরুণকান্তি। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়েই ঘটে দুর্ঘটনাটি।

    চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সময়ে এলাকার বড় রাস্তাগুলিতে ভারী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। অন্যান্য যানবাহনের জন্যেও ‘নো এন্ট্রি’ জারি থাকে। বিসর্জনের শোভাযাত্রায় আলো দিয়ে সাজানোর জন্যে ওই লরিটিকে স্থানীয় এক পুজো মন্ডপে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই ঘটে দুর্ঘটনাটি। ঘটনায় স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওম প্রকাশ মাহাত আশ্বাস দিয়েছেন, যে ভবিষ্যতে যাতে পুজোর সময়ে কোনও লরি যাতে এলাকায় ঢুকতে না পারে, তার দিকে নজর রাখা হবে।

  • Link to this news (এই সময়)