• ফের দুর্ঘটনা জগদ্ধাত্রী পুজোয়, মণ্ডপের সামনেই দর্শনার্থীকে ধাক্কা লরির, রক্তে ভেসে গেল রাস্তা, তারপর? ...
    আজকাল | ২৯ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সামনে এসেছিল দুর্ঘটনার প্রসঙ্গে, ফের বুধবার সকালেও সামনে এল চন্দননগরের দুর্ঘটনা। জগদ্ধাত্রী পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার। শোকের আবহ এলাকায়। 

    ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ঠিক বৃষ্টি নামার আগে চন্দননগর কলুপুকুরে জগদ্ধাত্রী পুজোর মন্ডপের সামনে লরির ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর।  অষ্টমীর সকাল। চুঁচুড়ার মতিঝিলের দম্পতি তরুণ কান্তি দাস ও শিবানী দাস বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। কলুপুকুর পুজো মণ্ডপের সামনে তাদের বাইকে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে। দু'জনেই রাস্তায় পড়ে যান। বাইকের পিছনে বসে ছিলেন শিবানী দাস(৫২)। তিনি রাস্তায় পড়তেই তাঁর উপর দিয়ে লরি চলে যায়। স্থানীয়রা ছুটে যান। ততক্ষণে ঘটে গিয়েছে মারাত্মক বিপদ। পুলিশ লরি এবং চালককে আটক করেছে। 

    চন্দননগর জগদ্ধাত্রী পুজোর দিন গুলোতে ভারী যান চলাচল বন্ধ থাকে। নো এন্ট্রি থাকে অন্যান্য যানবাহনেও। বিসর্জনের শোভাযাত্রার আলো সাজানোর জন্য লরি এক জায়গা থেকে অন্য যায়গায় যায়। যে লরিটি দূর্ঘটনা ঘটিয়েছে সেটি একটি পুজো কমিটির বলে জানা গেছে।

    দূর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, শববাহী গাড়ি। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুজো কমিটির এক সদস্য জানান,প্রৌঢ় দম্পতির মেয়ে জামাই ব্যাঙ্গালোরে থাকেন। তাঁদের সঙ্গে ফোনে কথা হয়েছে। দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে। স্থানীয় আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওম প্রকাশ মাহাতো বলেন,  মানকুণ্ডু আদি পালপাড়ার লরি যাচ্ছিল। ধাক্কা মারে।দুপুর থেকে নো এন্ট্রি থাকে। আগামিদিনে শুধু লরি চালক খালাসি ছাড়া যাতে না যায় সেটা দেখা হবে বলে পুলিশ জানিয়েছে।'

    চন্দননগর জগদ্ধাত্রীপুজো প্রসঙ্গে, মঙ্গলবারেই সামনে এসেছিল ভয়াবহ দুর্ঘটনার ঘটনা। সপ্তমীতেই বড় বিপত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চন্দননগরের তথা বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী মূর্তি। জগদ্ধাত্রী মূর্তির তলায় চাপা পড়ে আহত হয়েছেন অনেকেই। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যান চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। খোদ নিজেই হাত লাগান উদ্ধার কাজে। তাঁর নির্দেশে প্রশাসন দ্রুততার সঙ্গে উদ্ধারকার্য সম্পন্ন করে। দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ চালিয়ে স্বাভাবিক হয় পরিস্থিতি। স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী মূর্তির ট্যাগ লাইন ছিল এই পুজোর। চন্দননগর কানাইলাল পল্লীর সেই পুজো মণ্ডপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় আহত হয়েছেন সাত জন।

    উদ্দেশ্য ছিল দর্শকদের চমকে দেওয়া। আর সেই চমক দিতে প্রায় ৭০ ফুটের পুজো মণ্ডপ তৈরি করেছিল কানাইলাল পল্লী। মণ্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী মূর্তি তৈরি করা হয়েছিল। খুব বেশি উচ্চতা হওয়ায়। হালকা হাওয়াতেই উল্টে পড়ে জগদ্ধাত্রী মূর্তিটি। 
  • Link to this news (আজকাল)