• 'জাস্টিস ফর প্রদীপ কর', আগরপাড়ায় অভিষেকের গলায় নয়া স্লোগান! কাল মিছিল তৃণমূলের...
    আজকাল | ২৯ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলায় এসআইআর ঘোষণা হওয়ার পরেই এসেছিল প্রদীপ করের মৃত্যুর খবর। সঙ্গেই জড়ানো হাতে লেখা, 'এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী।' মঙ্গলবার সাংবাদিক সম্মেলন থেকে এই বিষয়ে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক। জানিয়েছিলেন, পরিবার চাইলে, সবরকমভাবে পাশে থাকবে তৃণমূল কংগ্রেস।। বুধবারেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি পৌঁছে যান প্রদীপ করের বাড়িতে। সেখান থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক বড় তথ্য। জানিয়ে দিলেন, আগামিদিনে বাংলায় একটাই স্বর, 'জাস্টিস ফর প্রদীপ কর।' এই স্লোগানকে সামনে রেখেই আগামিকাল তৃণমূল কংগ্রেস পানিহাটিতে মিছিল করবে বলেও জানিয়ে দিলেন অভিষেক। জানালেন, আগরপাড়ায় তিনি যাবেন, আবারও। 

    সোমবার পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার সোমবার বিকেল সওয়া ৪টে নাগাদ ঘোষণা করে জানান মঙ্গলবার থেকে রাজ্যে চালু হয়ে যাচ্ছে এসআইআর। গতকাল রাত ১২টা থেকে ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। আর এসআইআর ঘোষণা হতেই আতঙ্ক গ্রাস করেছে বহু মানুষের মধ্যে। প্রদীপ করের মৃত্যুর ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মঙ্গলবারেই প্রদীপ করের পরিবারের সঙ্গে কথা বলেন অভিষেক। বুধবার পৌঁছে যান সেখানে। প্রদীপ করের মৃত্যুতে রাজনীতি হচ্ছে বলেও অভিযোগ করেন অভিষেক এদিন। 

    এসআইআর প্রসঙ্গে মঙ্গলবার সুর চড়িয়েছিলেন অভিষেক। সাফ জানিয়েছিলেন, একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায়, এক লক্ষ মানুষ পথে নামবে। আশ্বস্ত করেছিলেন, তৃণমূল কংগ্রেস, তিনি নিজে রয়েছেন সকলের পাশে। বুধবার তিনি সাধারণ মানুষের উদ্দেশে ফের বলেন, 'আপনারা ভয় পাবেন না। বাংলায় মমতা ব্যানার্জির সরকার থাকতে, আমরা থাকতে, এত সহজ নয়, বছরের পর বছর যাঁরা বাংলায় রয়েছেন, তাঁদের বাংলাদেশি বলে বাংলায় পাঠিয়ে দেওয়া হবে। আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব। প্রতি পরিবার, যাঁরা আমার কথা শুনছেন, যাঁরা কলোনি এলাকায় থাকেন, তাঁরা নির্ভয়ে, নিশ্চিন্তে থাকুন। কোনও এসআইআর, এনআরসি করে যদি বাংলার একজন মানুষকেও যদি ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব।' 

    এসআইআর-এর ভয়ে দিনহাটায় এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। অভিষেক নিজেই সেকথা উল্লেখ করে বলেন, 'প্রদীপ বাবুর বাড়িতে থাকতে থাকতে, তাঁর ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে আমার কাছে খবর এল,  দিনহাটায় আরও এক ব্যক্তি এসআইআর-এর ভয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন, বিষ খেয়ে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।' 

    প্রসঙ্গত, দ্বিতীয় পর্বের এসআইআর (প্রথম পর্বে হয়েছে বিহারে) হবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, মধ্যপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবরে। এর মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে আগামী বছরের এপ্রিল–মে মাসে বিধানসভা ভোট হওয়ার কথা।

     
  • Link to this news (আজকাল)