• রাফালে সওয়ার হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ছবি দিয়ে বিঁধলেন পাক মিডিয়াকে
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
  • আম্বালা, ২৯ অক্টোবর: ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথম ভারতের কোনও রাষ্ট্রপতি হিসেবে দুটি যুদ্ধবিমানে সওয়ার হলেন। এমনকি রাফাল যুদ্ধবিমানে সওয়ার হওয়া প্রথম রাষ্ট্রপতিও তিনি। আজ, বুধবার হরিয়ানার আম্বালায় বায়ুসেনার ঘাঁটি থেকে রাফাল যুদ্ধবিমানে সওয়ার হয়েছিলেন রাষ্ট্রপতি মুর্মু। ১১টা ২৭ মিনিটে তাঁকে নিয়ে উড়ে যায় একটি রাফাল। অপর একটি রাফালে ছিলেন বায়ুসেনা প্রধান এপি সিং। এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে অসমের তেজপুরের বায়ুসেনা ঘাঁটি থেকে সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানে সওয়ার হয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।তবে এদিন রাষ্ট্রপতির সফরে ঘটে গিয়েছে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা। যা পাকিস্তানের মিথ্যাচারকে প্রকাশ্যে এনেছে। অপারেশন সিন্দুরে ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংস করার দাবি জানিয়েছিল পাক মিডিয়া। তাদের দাবি ছিল, ধ্বংস হওয়া রাফালে থাকা ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার শিবাঙ্গি সিংকে বন্দি বানিয়ে রেখেছে পাক সেনা। যদিও সেটি পুরোটাই মিথ্যা প্রচার তা আজ, বুধবার প্রমাণ করে দিলেন খোদ রাষ্ট্রপতি। আম্বালায় বায়ুসেনার ঘাঁটিতে রাফাল যুদ্ধবিমান চড়ার পর বেশ কিছু ছবি দেন রাষ্ট্রপতি মুর্মু। তার মধ্যেই তিনি ছবি দিয়েছেন বায়ুসেনার স্কোয়াড্রন লিডার শিবাঙ্গি সিংয়ের সঙ্গে। যা পাক মিডিয়ার ভুয়ো প্রচারকে বন্ধ করে দিয়েছে। সামরিক পোশাক এবং চোখে সানগ্লাস পরে এদিন আম্বালায় আসেন রাষ্ট্রপতি মুর্মু। রাফালের সওয়ারি শেষ করে সকলকে অভিবাদন জানান তিনি। 
  • Link to this news (বর্তমান)