• চলন্ত ট্রেন থেকে নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করলেন যাদবপুরের পড়ুয়া
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: চলন্ত ট্রেন থেকে কাঁসাই নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া। মৃত পড়ুয়ার নাম সোহম পাত্র (২১)। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বি-টেক ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। জিআরপি ইতিমধ্যেই তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত ছাত্রের বাড়ি বাঁকুড়ায়।জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার বিকেলে (৫টা ৫০মিনিটে) হাওড়া-আদ্রা শিরোমণি এক্সপ্রেসে চেপে বাড়ি ফিরছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সোহম। তাঁর সঙ্গে ছিলেন মা মল্লিকা পাত্র। এরপর মা শৌচালয়ে যেতেই ট্রেন থেকে ঝাঁপ দেয় সোহম। কাঁসাই হল্ট স্টেশন সংলগ্ন সেতুতে ধাক্কা খাওয়ার পর দেহ গিয়ে পড়ে নদীতে। গতকাল, মঙ্গলবার রাতে দেহ আর খুঁজে পাওয়া যায়নি। তবে আজ, বুধবার সকালেই নদীতে সোহমের দেহ ভেসে ওঠে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়্গপুর থানার পুলিশও। কিন্তু কী কারণে ‘আত্মহত্যা’ করলেন ওই পড়ুয়া? তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, অবসাদে ভুগছিলেন তিনি। 
  • Link to this news (বর্তমান)