সমাজমাধ্যমে আপত্তির জেরে কলকাতার একটি অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে সাহিত্য অকাদেমি। গত ২৫ অক্টোবর শনিবার কলকাতায় ‘অভিব্যক্তি’ নামের একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডি এল খান রোডের সাহিত্য অকাদেমি অডিটোরিয়ামে। ওই দিন সংস্থার পক্ষ থেকে সমাজমাধ্যমে জানানো হয় অনিবার্য কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল সংস্থার সচিব কে শ্রীনিবাসরাও, সভাপতি মাধব কৌশিক, জেনারেল কাউন্সিলের সদস্য ব্রাত্য বসুর।
এর ঠিক পরের অধিবেশনে প্রথমেই কবিতাপাঠ নাম ছিল কবি শ্রীজাতর। ওইদিন নানা ভাষার কবি সম্মেলন যোগ দেওয়ার কথা ছিল বিভিন্ন রাজ্য থেকে আসা একাধিক কবির। ওই অনুষ্ঠানের সভামুখ্যের দায়িত্বে ছিলেন সুবোধ সরকার। যদিও সম্পূর্ণ অনুষ্ঠান বাতিল করে দেয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, শ্রীজাতকে নিয়ে সমাজমাধ্যমে আপত্তির জেরেই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ২০১৭ সালে শ্রীজাতর লেখা ‘অভিশাপ’ নামের একটি কবিতা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
সমাজমাধ্যমে একাংশের দাবি, নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে ওই কবিতাটিতে, সেই কবিকে কেন সাহিত্য অকাদেমি আমন্ত্রণ জানাবে! ২৪ অক্টোবর সংস্থার অনুবাদ পুরস্কারের অনুষ্ঠান কলকাতায় অনুষ্ঠিত হলেও ‘অভিব্যক্তি’ শিরোনামের অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়। অনেকের অনুমান, সমাজমাধ্যমে একাংশের দাবি মেনেই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয় ওই সংস্থা। এ ব্যাপারে শ্রীজাতর প্রতিক্রিয়া নিতে দৈনিক স্টেটসম্যানের পক্ষ থেকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। সাহিত্য অকাদেমির তরফেও মেলেনি কোনও প্রতিক্রিয়া।