• রাস্তার এলইডি লাইটে বাড়ছে দুর্ঘটনা, বাস মালিক সংগঠনের তরফে চিঠি পরিবহন মন্ত্রী ও সচিবকে
    দৈনিক স্টেটসম্যান | ২৯ অক্টোবর ২০২৫
  • রাস্তায় লাগানো উজ্জ্বল এলইডি আলো ও গাড়িতে ব্যবহৃত আলো নিয়ে উদ্বেগ রাজ্যের বাস মালিক সংগঠনের। এই লাইট নিয়ে উদ্বেগ প্রকাশ করে ও নিজেদের মতামত জানিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং পরিবহণসচিব সৌমিত্র মোহনের কাছে চিঠি পাঠানো হয়েছে। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের তরফে সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় এই চিঠি পাঠিয়ে অভিযোগ করেছেন।

    চিঠিতে বলা হয়েছে, সরকারের তরফে রাজ্য ও শহরের বিভিন্ন রাস্তায় ও গাড়িতে যে উজ্জ্বল এলইডি লাইট লাগানো রয়েছে তা গাড়ি চালকদের ক্ষেত্রে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এধরনের সমস্যা সমাধানের জন্য সরকারের তরফে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

    সংগঠনের তরফে বলা হয়েছে, রাস্তার দুপাশে যে তীব্র উজ্জ্বল এলইডি লাইট লাগানো হয়েছে, রাতের বেলা সেই লাইটের তীব্র আলো গাড়ির চালকের চোখে পড়ছে। এই তীব্র আলো চালকদের দৃষ্টিশক্তি বিঘ্নিত করছে যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর পাশাপাশি, বিভিন্ন ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়িতে লাগানো উজ্জ্বল তীব্র আলোযুক্ত হেডলাইট ব্যবহার করা হচ্ছে।

    এই আলোর প্রভাবে চালকদের গাড়ি চালাতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ। ফুড ডেলিভারি সংস্থার কর্মীরা বর্তমানে দ্রুত গতিতে চলার সময় তীব্র এই আলোর জন্য দুর্ঘটনার শিকার হচ্ছেন। এলইডি আলোর কারণেই এমন ঘটনা ঘটছে। এই সমস্যা সমাধানের জন্য সরকার আলোচনা করে যদি সংগঠনের তরফে আনা অভিযোগগুলি পর্যালোচনা করে ও পদক্ষেপ গ্রহণ করে তাহলে এমন দুর্ঘটনা আটকানো যাবে। সরকারের তরফে এই সম্পর্কে নতুন নির্দেশিকা জারির কথা বলা হয়েছে।

    জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় চিঠিতে বলেছেন, ‘রাতের বেলায় চালকের চোখে যখন এলইডি লাইট পড়ে, তখন সমস্যা হয়। অনেক সময় চোখ লাল হয়ে যায়, জল আসে। এর ফলে চালকের মনোযোগ নষ্ট হয় এবং দুর্ঘটনা ঘটে।’ আবার সংগঠনের তরফে বলা হয়েছে গাড়িগুলিকে কেমন ধরনের লাইট ব্যবহার করতে হবে ও রাস্তার কোথায় কেমন তীব্রতাযুক্ত আলো লাগানো যাবে তা নিয়ে সরকার যাতে একটি নির্দেশিকা জারি করে তার অনুরোধ জানানো হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)