হু হু করে কমছে সোনার দাম! কেন আচমকাই সস্তা হল হলুদ ধাতু?
প্রতিদিন | ২৯ অক্টোবর ২০২৫
রমেন দাস: দীর্ঘদিন ধরেই সোনার দাম আকাশ ছুঁয়েছে। উৎসবের মরশুম জুড়েই তা বজায় থেকেছে। বিশেষ করে ধনতেরাসের আগে সোনার দাম বাড়ছিল লাফিয়ে। কিন্তু গত এক সপ্তাহে সেই দামই কমেছে হু হু করে। বিনিয়োগপ্রেমী ক্রেতারা ভিড় জমাচ্ছেন দোকানে। যা দেখে উৎসাহিত হয়ে সোনার দোকানগুলিও ধনতেরাসের অফারের সময়সীমা বাড়িয়েছে। কিন্তু কেন এমন পরিবর্তন হল?
বুধবার সকালে কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম গ্রামপিছু ১২ হাজার ১৫৮ টাকা। ২২ ক্যারেটের ক্ষেত্রে তা ১১ হাজার ১৪৫ টাকা। আবার ১৮ ক্যারেটের ক্ষেত্রে সেই দামই ৯ হাজার ১১৯ টাকা। যদিও তিন ক্ষেত্রেই এই মূল্যবৃদ্ধি গতকালের থেকে সামান্য বেশি। তবু সার্বিক ভাবে দাম এখন অনেকটাই কমেছে। ধনতেরাসের দিন সোনার দামের দিকে তাকালেই তা বোঝা যাবে। ওইদিন কলকাতায় ২৪ ক্যারেট, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম গ্রামপিছু ছিল যথাক্রমে ১৩ হাজার ২৭৭ টাকা, ১২ হাজার ১৭০ টাকা এবং ৯ হাজার ৯৫৮ টাকা। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দামের পতন অনেকটাই। নিঃসন্দেহে যা হাসি ফোটাচ্ছে ক্রেতাদের মুখে।
কেন এই পতন? সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে প্রশ্ন করা হয়েছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক অঞ্জন চক্রবর্তীকে। তিনি বললেন, ”সোনার দাম আরও কমার কথা আগামিদিনে। এমনিতে ডলারের অবস্থা বেশ আশঙ্কা জাগাচ্ছে। যেহেতু চিন আমেরিকার সঙ্গে ডিজিটাল লেনদেন থেকে বেরিয়ে এসেছে, তাই ভারতের অবস্থানও একটু অসুবিধার মধ্যে রয়েছে। ভারতের ক্ষেত্রে আমদানি-রপ্তানিটা ডলার নির্ভর। তাই তারা ডলার নিয়ে সঠিক অবস্থান নিতে পারছে না। বিশ্ববাজারে ডলারের যে অবস্থান তার সঙ্গেই তাল মিলিয়ে চলতে হবে। কিন্তু এতদসত্ত্বেও সোনার দাম যে কমছে এর পিছনে কারণ হল, এর দাম এমন এক চুড়োয় পৌঁছে গিয়েছিল এই পতন অবশ্যম্ভাবী ছিল। পাশাপাশি জিসএটি কমায় অন্যান্য পণ্যের চাহিদাও বেড়েছে। যদিও সোনার জিএসটি রেটের কোনও পরিবর্তন হয়নি।”