• ‘ভোটের জন্য মঞ্চে নাচতেও পারেন প্রধানমন্ত্রী’, বিহারে বেনজির তোপ রাহুলের
    প্রতিদিন | ২৯ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেদের ‘ঘরেলু বিবাদ’ কাটিয়ে প্রায় দু’মাস বাদে বিহারের ভোটপ্রচারে গেলেন রাহুল গান্ধী। আর ভোটমুখী বিহারে পা রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কার্যত বেনজির ভাষায় ব্যক্তিগত আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা। রাহুল বললেন, “ভোটের জন্য সব করতে পারেনি প্রধানমন্ত্রী। এমনকী মঞ্চে উঠে নাচতেও পিছপা হবেন না তিনি।”

    মুজফফরপুরে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের সঙ্গে যৌথ জনসভায় রাহুল বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটের জন্য সব করতে পারেন।” দিল্লিতে ছটপুজোয় যমুনার জল ব্যবহার নিয়ে যে বিতর্ক হচ্ছে, সেই বিতর্ক উসকে দিয়েছেন রাহুল। অভিযোগ, উঠেছে দিল্লিরতে ছটপুজো উপলক্ষে যমুনায় ডুব দেওয়ার নাটক করেছেন মোদি। আসলে তাঁর জন্য বিশেষ পুকুর তৈরি করা হয়েছিল। যদিও বিষয়টি প্রকাশ্যে আসার পর আর ওই ‘নকল’ যমুনার জলে ডুব দেননি মোদি। প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

    রাহুল এদিন বলেন, “সাধারণ বিহারীদের দূষিত যমুনার জলে ছটপুজো করতে হচ্ছে, আর মোদি ডুব দেবেন নিজের সুইমিং পুলে! আসলে প্রধানমন্ত্রীর যমুনার সঙ্গেও কোনও সম্পর্ক নেই, ছটের সঙ্গেও কোনও সম্পর্ক নেই। তিনি শুধু আপনাদের ভোট চান।” বিরোধী দলনেতার অভিযোগ, “ভোটের জন্য প্রধানমন্ত্রী সব করতে পারেন। আপনি যদি বলেন, মঞ্চে উঠে নাচলে মোদিকে ভোট দেবেন, তিনি সেটাই করবেন।” তবে প্রধানমন্ত্রীকে এভাবে সরাসরি ব্যক্তিগত আক্রমণ কতটা শোভনীয় সেটা নিয়ে প্রশ্ন উঠছে।

    প্রায় দু’মাস পর বিহারে ভোটপ্রচারে গিয়েছেন রাহুল গান্ধী। ভোটার অধিকার যাত্রা সম্পন্ন করার পর রাহুল গান্ধী কার্যত উধাও হয়ে গিয়েছিলেন। এমনকী কংগ্রেসের শীর্ষ নেতাদের কেউই সেভাবে প্রচার করেননি। মূলত আরজেডির সঙ্গে আসনরফা নিয়ে বিবাদের জেরেই কংগ্রেস শীর্ষ নেতৃত্ব নিষ্ক্রিয় ছিল বলে মনে করা হচ্ছিল। অবশেষে প্রচারে নামলেন রাহুল। আর নেমেই বিতর্কে জড়ালেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)