• তাঁকে নাকি বন্দি করেছিল পাকিস্তান! হাস্যকর দাবি উড়িয়ে সিঁদুর যোদ্ধা পাইলট শিবাঙ্গীর সঙ্গে ছবি মুর্মুর
    প্রতিদিন | ২৯ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাফালে যুদ্ধবিমানের পাইলট স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং-এর সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গত মে মাসে অপারেশন সিঁদুরের সময় সমাজমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছিল। যেখানে দাবি করা হয়েছিল, পাকিস্তান এই পাইলট শিবঙ্গী সিংকে বন্দি করেছে। হাস্যকর সেই দাবি উড়িয়ে বুধবার সিঁদুর যোদ্ধা শিবঙ্গীর সঙ্গে ছবি তুললেন মুর্মু।

    দেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে ইতিহাস গড়েছেন মুর্মু। বুধবার হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটি থেকে রাফালেতে সওয়ার হন তিনি। সামরিক পোশাকেই তিনি যুদ্ধবিমানে ওঠেন। এদিন বেলা ১১টা ২৭ মিনিট নাগাদ মুর্মুকে নিয়ে উড়ে যায় একটি রাফালে। অন্য একটি যুদ্ধবিমানে ছিলেন বায়ুসেনা প্রধান এপি সিং। এর আগে ২০১৩ সালের ৮ এপ্রিল অসমের তেজপুর বায়ুসেনা ঘাঁটি থেকে যুদ্ধবিমান সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানে চড়েন মুর্মু। এর আগে এই যুদ্ধবিমানে সওয়ার হয়েছিলেন তাঁর দুই পূ্র্বসূরি এপিজে আব্দুল কালাম এবং প্রতিভা পাটিল।

    ২০২০ সালে রাফাল যুদ্ধবিমান ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্তির পর অপারেশন সিঁদুর ছিল প্রথম বড় রাফাল-নেতৃত্বাধীন অভিযান। ভারতীয় বিমান বাহিনী নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয়েছিল রাফালে যুদ্ধ বিমানের সাহায্যে। সেই অপারেশনের পর পাকিস্তানের তরফে দাবি করা হয়, ভারতীয় বায়ুসেনার অন্তত ৩টি রাফালে যুদ্ধবিমান নামিয়েছে তারা। শুরুতে পাকিস্তানের সেই দাবি নিয়ে ভারত মুখ খোলেনি। তবে পরে সর্বাধিনায়ক অনিল চৌহান মেনে নেন, অপারেশন সিঁদুরে ভারত যুদ্ধবিমান হারিয়েছে। তবে সংখ্যার বিষয়টি এড়িয়ে গিয়ে সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান জোর দেন, ত্রুটি খোঁজায়। সেনা সর্বাধিনায়কের বক্তব্যের পর এটা পরিষ্কার যে, ফ্রান্স থেকে আনা রাফালে যুদ্ধবিমান খোয়াতে হয়েছে ভারতকে। যা নিয়ে বিতর্ক চরমে ওঠে। যদিও সেই সময়েই এটির প্রস্তুতকারক সংস্থা ফ্রান্সের দাসাল্টের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, অভিযোগগুলিকে “ভুল এবং ভিত্তিহীন”।
  • Link to this news (প্রতিদিন)