সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সাতসকালে ভয়ংকর কাণ্ড। দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে উদ্ধার রূপান্তরকামীর নলিকাটা দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার নেপথ্যে কে? কেন এই নৃশংসতা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম সোনু হালদার (২৫) ওরফে সোনালি। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের সেকেন্দারপুর এলাকার ধান্যঘাটার বাসিন্দা ছিলেন তিনি। বুধবার সকালে উস্তি থানার কালিকাপোতা পঞ্চায়েতের তল্যানি গ্রামের বাসিন্দারা জলাজমিতে একটি দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে নলিকাটা রক্তাক্ত দেহটি উদ্ধার করে। দেখা যায়, দেহটি সোনালির।
ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে খুন বলে নিশ্চিত পুলিশ, তবে এখনও পর্যন্ত কারণ নিয়ে সন্দিহান। অন্য কোথাও খুনের পর দেহ জমিতে ফেলা হয়েছে, নাকি ওখানেই খুন করা হয়েছে, তাও এখনও স্পষ্ট নয়। মৃতের কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল কি না, তাও জানা যায়নি। এলাকার বাসিন্দা ও মৃতের বন্ধু-বান্ধবকে জিজ্ঞাসাবাদ করলে রহস্যভেদ হতে পারে বলে আশাবাদী তদন্তকারীরা।