চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়ে দুর্ঘটনার কবলে দম্পতি, স্বামীর চোখের সামনে মৃত্যু স্ত্রীর!
প্রতিদিন | ২৯ অক্টোবর ২০২৫
সুমন করাতি, হুগলি: চন্দননগর সেজে উঠেছে জগদ্ধাত্রী পুজোর আলোয়। কিন্তু উৎসবের মাঝেই বিষাদের সুর। চন্দননগরে ঠাকুর দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার।
চন্দননগর কলুপুকুরে জগদ্ধাত্রী পুজোর মন্ডপের সামনে লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। জানা গেছে অষ্টমীর সকালে চুঁচুড়ার মতিঝিলের দম্পতি তরুণ কান্তি দাস এবং দিপালী দাস বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। কলুপুকুর পুজো মন্ডপের সামনে তাঁদের বাইকে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে। দু’জনেই রাস্তায় পরে যান। বাইকের পিছনে বসে ছিলেন ৫২ বছরের দিপালী দাস। ধাক্কা মারার পরে তাঁর উপর দিয়েই লরি চলে যায়।
এই ঘটনার পরেই স্থানীয়রা ছুটে আসেন। কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় দিপালীর। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। লরি এবং চালক দু’জনকেই আটক করা হয়েছে।
চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর দিনগুলোতে ভারী যান চলাচল বন্ধ থাকে। নো এন্ট্রি থাকে অন্যান্য যানবাহনেও। বিসর্জনের শোভাযাত্রার আলো সাজানোর জন্য লরি এক জায়গা থেকে অন্য যায়গায় যায়। যে লরিটি দুর্ঘটনা ঘটিয়েছে সেটি একটি পুজো কমিটির বলে জানা গেছে। জানা গিয়েছে, ওই প্রৌঢ় দম্পতির বড় মেয়ে এবং জামাই বেঙ্গালুরুতে থাকেন। তাঁদের সঙ্গে ফোনে কথা হয়েছে। দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে তাঁদেরকে।
স্থানীয় আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওম প্রকাশ মাহাতো বলেন, মানকুন্ডুর আদি পালপাড়ার লরি যাচ্ছিল। এই লরিই ধাক্কা মারে দিপালীকে। দুপুর থেকে নো এন্ট্রি থাকে। আগামী দিনে যাতে কোনও লরি চালক সহকারি ছাড়া না চালায় সেটা দেখা হবে বলে পুলিশ জানিয়েছে।