সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পানিহাটির প্রদীপ করের মৃত্যুর দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। মৃতের বাড়িতে দাঁড়িয়ে এভাবেই ফের ফুঁসে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ”জাস্টিস ফর প্রদীপ কর” স্লোগান তুলে আগামিকাল বিকেল ৩ টেয় পানিহাটিতে মিছিলের ডাক দিলেন তিনি। প্রতিশ্রুতি দিলেন, “প্রদীপ করের দোষীরা শাস্তি পাবেই।”
বছর সাতান্নর প্রদীপ কর উত্তর ২৪ পরগনার পানিহাটির মহাজাতি নগরের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তা নিয়ে তুঙ্গে চাপানউতোর। তৃণমূলের দাবি, এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন প্রৌঢ়। বিজেপি তা মানতে নারাজ। এসবের মাঝেই বুধবার দুপুরে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে মৃত প্রদীপ করের বাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। এরপর বেরিয়ে অমিত শাহ ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, “জ্ঞানেশ কুমার, শাহের বাবা-ঠাকুরদার নাম আছে ভোটার লিস্টে? ওরা কোন সাহসে এতগুলো মানুষকে হেনস্তা করছে?” এরপরই সার্টিফিকেট চাইলে বেঁধে রাখার নিদান দেন অভিষেক। এরপরই বলেন, “প্রদীপবাবুর মৃত্যুর দায় শাহ আর জ্ঞানেশ কুমারের। শাস্তি ওদের দেবই।”
এদিন পানিহাটি থেকেই রাজ্যবাসীকে আতঙ্কিত না হওযার পরামর্শ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “হাত জোর করে অনুরোধ করব, ভয় পাবেন না, আমরা এখনও বেঁচে আছি। যারা বছরের পর বছর এ রাজ্যে আছেন, তাঁদের বাংলাদেশি বলে তাড়ানো হবে… এত সোজা নয়। বুকের রক্ত দিয়ে আপনাদের রক্ষা করব।” অভিষেকের হুঁশিয়ারি, “এসআইআর-এনআরসি করে যদি এরা যদি ১ টা লোককে বাদ দেন, ১ লক্ষ লোক কমিশন ঘেরাও করবে।”