বৃদ্ধের নাম খায়রুল শেখ। বয়স ৬৫ বছর। তিনি কোচবিহার দিনহাটার বুড়িহাট ২ পঞ্চায়েতের জিতপুরের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বৃদ্ধ। অসুস্থ হয়ে পড়লে তাঁকে সঙ্গে সঙ্গে দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কোচবিহার এমজেএন হাসপাতালে রেফার করা হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
জানা গিয়েছে, বৃদ্ধের নাম খায়রুল শেখ হলেও, ২০০২ সালের ভোটার তালিকায় খয়রু শেখ বানানে তাঁর নাম উঠেছিল। এই ভুল থাকায় তিনি আতঙ্কিত ছিলেন। এসআইআর ঘোষণা হতেই সেই আতঙ্ক আরও বাড়ে। আশেপাশের লোকজনের থেকে বিভ্রান্তিমূলক কিছু তথ্য পেয়ে ভাবেন, তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। সেই ভয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি চিকিৎসাধীন।
এদিকে, এসআইআর আতঙ্কে আত্মহত্যা করা প্রবীর করের বাড়িতে এসে খায়রুলের দ্রুত সুস্থতা কামনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “দিনহাটায় এক ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। প্রার্থনা করছি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক।” সঙ্গে তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত হতে বারণ করেছেন। অভিষেকের কথায়, “হাত জোর করে অনুরোধ, ভয় পাবেন না। আমরা বেঁচে আছি। যাঁরা বছরের পর বছর আছেন, তাঁদের বাংলাদেশি বলে তাড়ানো হবে, এত সোজা নয়। বুকের রক্ত দিয়ে রক্ষা করব। কোনও এসআইআর বা এনআরসি করে যদি এরা যদি ১টা লোককে বাদ দেন, তাহলে ১ লক্ষ নিয়ে কমিশন ঘেরাও হবে।”