• সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে চাঞ্চল্য
    এই সময় | ২৯ অক্টোবর ২০২৫
  • চিকিৎসার গাফিলতির অভিযোগে সদ্যোজাত এক শিশুর মৃত্যুর ঘটনায় উত্তাল বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। বুধবার সকালের ঘটনা।

    সূত্রের খবর, পাঁচ দিন আগে সিউড়ির বাঁশঝোড় এলাকার বাসিন্দা এক মহিলা প্রসবযন্ত্রণা নিয়ে সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পরের দিন সন্তানের জন্ম দেন তিনি। শিশুটিকে SNCU বা স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়।

    মহিলার পরিবারের অভিযোগ, গতকাল সকাল থেকে শিশুটি এক নাগাড়ে কাঁদতে থাকে। সেই সময় চিকিৎসককে খবর দেওয়া হয়েছিল। সুজয় মালাকার নামে এক চিকিৎসক আসেন অনেক রাতে। পরিবারের লোকজন তাঁর কথা বলতে গেলে তাঁদের সঙ্গে ওই চিকিৎসক দুর্ব্যবহার করেন। বুধবার সকালে মৃত্যু হয় ওই শিশুটির। পরিবারের অভিযোগ, সঠিক চিকিৎসা না হওয়ায় শিশুটি মারা যায়।

    ওই ঘটনায় উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। পুলিশ জানায়, ওই চিকিৎসক তাঁর ব্যবহারের জন্য ক্ষমা চান শিশুটির পরিবারের লোকজনের কাছে। তার পরে বিক্ষোভ থামে। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার প্রকাশ বাগ।

  • Link to this news (এই সময়)