• ২০০২-এর SIR এর তালিকায় নাম দেখার হিড়িক, CEO-র সাইটে ভিড় বাড়তেই Service Unavailable
    এই সময় | ৩০ অক্টোবর ২০২৫
  • ২০০২ সালে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR-এ যাঁদের নাম আছে, এ বারের SIR-এ তাঁদের ঝক্কি অনেক কম। কিন্তু নাম সেই তালিকায় আছে কি না, তা যেখানে দেখা যাবে, সেই ওয়েবসাইটই তো বসে গিয়েছে! বেজায় সমস্যায় সাধারণ মানুষ। মঙ্গলবার অবধি চিফ ইলেক্টোরাল অফিসার, ওয়েস্ট বেঙ্গল-এর সাইটটি তাও ৩-৪ বার রিফ্রেশ করে খুলছিল। বুধবার থেকেই বার বারই Service Unavailable মেসেজ দেখাচ্ছে। কমিশন সূত্রে খবর, বহু ইউজ়ার একসঙ্গে সাইটে ঢুকছেন। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। সাইট একপ্রকার ক্র্যাশই করেছে।

    ২৮ অক্টোবর থেকে বাংলা-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরু হয়েছে। প্রথম পর্বে DEO, ERO, ARO, তার পরে BLO-দের প্রশিক্ষণ হবে। একই সঙ্গে চলবে এনিউমারেশন ফর্ম ছাপানোর কাজ। আগামী ৪ নভেম্বর থেকে সেই ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন BLO-রা। এক মাস ধরে চলবে এই পর্ব। এই ফর্ম ফিল-আপের ভিত্তিতেই তৈরি হবে খসড়া ভোটার তালিকা। যা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর।

    এনিউমারেশন পর্বেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ২০০২ সালের SIR তালিকা। এই তালিকায় নাম থাকলে আর অতিরিক্ত নথি দেখাতে হবে না ভোটারকে। সরাসরি SIR ২০২৫-এর তালিকায় নাম উঠে যাবে। আর যদি এই তালিকায় নাম না থাকে, নির্বাচন কমিশনের ঠিক করে দেওয়া ১১টি নথির যে কোনও একটি দেখাতে হবে। সেই ১১টির একটিও যদি না থাকে, তা হলে তা জানানো যাবে কমিশনকে। এর পরে হবে নোটিস ফেজ়। ৩১ জানুয়ারির মধ্যে পুরো পর্ব শেষ করতে হবে। ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।

    অনেকেই এখন ২০০২ সালের SIR তালিকা দেখতে চাইছেন। দেখে নিতে চাইছেন, তালিকায় নাম রয়েছে কি না। আর তাতেই চাপ বাড়ছে ceowestbengal-এর সাইটে। ফলে অনেকেই সাইটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ‘The service is unavailable’। নির্বাচন কমিশন সূত্রে খবর, গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বিষয়টি।

  • Link to this news (এই সময়)