'নাচতে বললে নাচবেনও', মোদির নাম করে রাহুলের মন্তব্য, ক্ষোভে ফুঁসছে বিজেপি, ভোটের আগেই উত্তাল বিহার...
আজকাল | ৩০ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গেরুয়া শিবির প্রশ্ন তুলেছিল, ভোটের আগে দেখাই মিলছে না রাহুল গান্ধীর। দেখা মিলতেই, তাঁর মন্তব্যে একেবারে হুলস্থুল পরিস্থিতি। বুধবার বিহারে আরজেডি'র তেজস্বী যাদবের সঙ্গে যৌথ সমাবেশে রাহুল গান্ধী যে মন্তব্য করেছেন তা নিয়েই উত্তাল বিহারের রাজনীতি।
কী বলেছেন রাহুল?
তাঁকে বলতে শোনা গিয়েছে, 'আমি বলছি, আপনারা করে দেখুন। বলুন, দেখুন, আমরা আপনাকে ভোট দিচ্ছি, আপনি মঞ্চে এসে নাচ করুন। নাচ করবেন। বলুন, মোদিজি আসুন মঞ্চে, ভাষণ দিতে হবে না, নাচ করুন, আমরা আপনাকে ভোট দেবেন। করে নেবেন। যা করানোর আছে করিয়ে নিন। আমি বলছি।'
রাহুলের এই মন্তব্য ছড়িয়ে পরেছে সোশ্যাল মিডিয়াতেও। এই মন্তব্যকে ঘিরেই জোর চর্চা রাজনীতিতে। গেরুয়া শিবির তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। কেউ বলছেন, পাড়ার গুন্ডাদের মতো কথা বলছেন। কেউ বলছেন, প্রধানমন্ত্রী মোদিকে এবং সেই সব ব্যক্তি, যাঁরা বিজেপিকে ভোট দিয়েছেন, তাঁদের সকলকে অপমান করেছেন রাহুল গান্ধী। বিজেপি নেতা প্রদীপ ভান্ডারী বলেছেন, 'রাহুল গান্ধী 'স্থানীয় গুন্ডার মতো কথা বলেন' এবং ভারত ও বিহারের প্রতিটি দরিদ্র মানুষকে প্রকাশ্যে অপমান করেছেন যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভোট দিয়েছেন।' রাহুল গান্ধী ভোটার এবং ভারতীয় গণতন্ত্রকে উপহাস করেছেন বলেও মত তাঁর।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নিন্দা করে মতামত প্রকাশ করেছেন রাহুল গান্ধীও। লোক বিশ্বাসের মহান উৎসব, ছট পুজোর অপমান করেছেন রাহুল, সেই অভিযোগও করেছেন তিনি। অন্যদিকে রাহুল এদিন নীতীশ কুমারকে নিয়েও মন্তব্য করেছেন। বিরোধী জোট মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করার পরে, সুর চড়িয়েছিল, মহাগঠবন্ধন আসলে অপমান করছেন নীতীশ কুমারকে, তাঁর নাম ঘোষণা না করে। মহাগঠবন্ধনের মুখ যে নীতীশ কুমার, মোদির কথায় স্পষ্ট হয়ে গিয়েছে তা। তার পরেই রাহুল দিন বলেন, নীতীশের রিমোট আসলে বিজেপির কাছেই।