• রাম মন্দির তৈরির কাজ শেষ, তিন হাজার কোটি টাকা অনুদানের ১৫০০ কোটি খরচ হয়ে গিয়েছে, বাকি টাকা দিয়ে কী হবে, জানাল ট্রাস্ট...
    আজকাল | ৩০ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে অযোধ্যায় বিশাল রাম মন্দিরের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়েছে। বহু বছর ধরে চলতে থাকা এই বিশাল প্রকল্পটির কাজ সম্পন্ন হয়েছে। এর সঙ্গে পবিত্র কমপ্লেক্সের মধ্যে ছ’টি অন্য মন্দিরের কাজও শেষ হয়েছে। ট্রাস্টের আধিকারিদের মতে, ভগবান শিব, ভগবান গণেশ, ভগবান হনুমান, ভগবান সূর্য, দেবী ভগবতী এবং দেবী অন্নপূর্ণার উদ্দেশ্যে নিবেদিত অতিরিক্ত মন্দিরগুলির নির্মাণকাজও সম্পন্ন হয়েছে। প্রতিটি মন্দিরের উপরে আনুষ্ঠানিকভাবে পতাকা এবং কলস স্থাপন করা হয়েছে। যা বিশাল নির্মাণ প্রচেষ্টার সমাপ্তির ইঙ্গিত।

    আগামী ২৫ নভেম্বর মন্দিরের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার আনুষ্ঠানিক উদযাপন উপলক্ষে একটি জাঁকজমকপূর্ণ পতাকা উত্তোলন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। যেখানে দেশ এবং বিদেশের হাজার হাজার ভক্ত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

    মন্দির নির্মাণের জন্য দেশব্যাপী অনুদান অভিযানের সময়, ট্রাস্ট বিশ্বজুড়ে রাম ভক্তদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে। অনুদানের পরিমাণ ৩,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে, প্রায় ১,৫০০ কোটি টাকা ইতিমধ্যেই নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছে। কমপ্লেক্স জুড়ে অবশিষ্ট কাজের জন্য মোট ব্যয় হবে প্রায় ১,৮০০ কোটি টাকা।

    নির্মাণ কমিটির চেয়ারম্যান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে, অনুদানের পরিমাণ প্রাথমিক প্রত্যাশাকে অনেক বেশি ছাড়িয়ে গিয়েছে। তিনি বলেন, “মানুষ যে বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে দান করতে এগিয়ে এসেছেন তা অতুলনীয়। এই মন্দিরটি কেবল একটি স্থাপনা নয়, এটি জাতীয় ও আধ্যাত্মিক ঐক্যের প্রতীক।”

    ট্রাস্ট ২৫ নভেম্বরের উদযাপনে ৮,০০০ থেকে ১০,০০০ অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনাও ঘোষণা করেছে। যারা নির্মাণে অবদান রেখেছেন, যার মধ্যে রয়েছে ব্যক্তিগত দাতা, প্রতিষ্ঠান এবং কোম্পানি, তাদের বিশেষভাবে সম্মানিত করা হবে। ২৫ নভেম্বরের পরে একটি পরবর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে সমস্ত অবদানকারীকে ঐতিহাসিক প্রকল্পে অংশগ্রহণের জন্য শংসাপত্র প্রদান করা হবে।

    রাম মন্দিরের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে অযোধ্যা আধুনিক ভারতীয় ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবগুলির একটির সাক্ষী হতে প্রস্তুত। ভক্তরা বলছেন শতাব্দী প্রাচীন স্বপ্নপূরণ করবে।
  • Link to this news (আজকাল)