• রাজধানিতে বেপরোয়া গাড়ির বলি! যুবতীকে পিষে পালাল চালক, ২৪ ঘণ্টার মধ্যে যেভাবে ধরা পড়ল অভিযুক্ত ...
    আজকাল | ৩০ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাজধানিতে ভয়াবহ দু্র্ঘটনা৷ প্রকাশ্য রাস্তায় সজোরে ধাক্কা খেয়ে নিহত এক যুবতী। খবর অনুযায়ী গুরুতর আহত হওয়ার পর প্রাণ হারান ওই যুবতী। দুর্ঘটনার ঠিক পরেই দিল্লি পুলিশ একটি মামলা দায়ের করে। শুরু হয় তদন্ত। জোর তল্লাশির পর অবশেষে হদিস পায় অভিযুক্ত গাড়ির। জানা গিয়েছে ঘটনাটি ঘটায় এক সাদা হুণ্ডাই আই২০।

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আইপি এস্টেট থানায় দুপুর ২টো ৩২ মিনিট নাগাদ একটি খবর আসে। সেই তথ্যের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংবিধানের ২৮১ এবং ১০৬(২) ধারায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়।

    তদন্ত চলাকালীন, পুলিশ যমুনা সেতুর বিস্তীর্ণ এলাকাজুড়ে লাগানো একাধিক সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে বিশ্লেষণ করে। প্রাথমিক বিশ্লেষণের পর প্রায় ৪০ থেকে ৫০টি গাড়িকে শর্টলিস্ট করা হয় এবং সেগুলির মালিকদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

    জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় এক চালক পুলিশকে জানান যে, অভিযুক্ত সাদা হুণ্ডাই আই২০ গাড়িটি দ্রুত গতিতে সচিবালয় ভবনের দিকে পালাচ্ছিল। যদিও গাড়ির নম্বর প্লেটটি তিনি স্পষ্ট দেখতে পাননি।

    এরপর কিষাণ ঘাট পর্যন্ত রাস্তার ফুটেজ আরও নিপুণভাবে পরীক্ষা করে দেখা হলে অবশেষে সেই গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যায়। পুলিশ জানতে পারে, গাড়িটি দরিয়াগঞ্জের এক বাসিন্দার নামে নথিভুক্ত। তাঁর খোঁজে যেতেই জানা যায়, তিনি ঠিকানা পরিবর্তন করে দিল্লির এমএএমসি ক্যাম্পাসে চলে গিয়েছেন। পুলিশ দ্রুত সেই নতুন ঠিকানায় পৌঁছে যায়। এরপর অভিযুক্ত গাড়ির পাশাপাশি তার চালককেও চিহ্নিত করে গ্রেপ্তার করে।

    খবর অনুযায়ী, ধৃতকে দীর্ঘ সময় ধরে জেরা করা হয়। জেরার মুখে সে স্বীকার করে যে, দুর্ঘটনার সময় সে-ই গাড়িটি চালাচ্ছিল। পরে ধরা পড়ার ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল। বর্তমানে মৃত যুবতীর পরিচয় জানার জন্য আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

    অন্যদিকে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ক্যান্টনমেন্ট থানা এলাকার চৌফাটকা ব্রিজে বুধবার সকালে একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক ৩৬ বছর বয়সি ব্যক্তি। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। এমনটাই জানিয়েছে পুলিশ।

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সকাল পৌনে ৯টা নাগাদ দিল্লি নম্বরের ওই গাড়িটি সরাসরি দুটি মোটরবাইককে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর পরই গাড়িচালক ধরা পড়ার ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে গাড়ির নম্বর প্লেটের একটি অংশ ঘটনাস্থলে ভেঙে পড়েছিল।

    এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "দুর্ঘটনাস্থল থেকে গাড়ির ভেঙে যাওয়া রেজিস্ট্রেশন নম্বর প্লেটের অংশ উদ্ধার করে চালককে চিহ্নিত করার চেষ্টা চলছে।" পুলিশের প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ওই আধিকারিকের কথায়, "আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাইক দুটি দুমড়ে-মুচড়ে গিয়েছে।"

    ক্যান্টনমেন্ট থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) সুনীল কুমার জানান, দুর্ঘটনায় আহত চারজনকেই স্থানীয় কলভিন হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে মণ্ডেরার বাসিন্দা রোহিত কুশওয়াহাকে মৃত বলে ঘোষণা করেন।

    আহতদের মধ্যে রয়েছেন কারচানার বাসিন্দা বিদ্যভূষণ (৩৬), মাটগঞ্জের বাসিন্দা সঞ্জয় অগ্রহারী (৫২) এবং শহরের কারবালা এলাকার বাসিন্দা মঞ্জু (৪০)। তাঁদের তিনজনকেই কলভিন হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে।

    খবর অনুযায়ী, মৃতের বাবা রবি প্রকাশ একজন অবসরপ্রাপ্ত রেলকর্মী, জানিয়েছেন যে রোহিত সাউন্ড ডিজে-র ব্যবসা চালাতেন।

    ঘটনার জেরে এসএইচও কুমার আরও বলেন, "মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটি দিল্লির। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত গাড়িটি উদ্ধার করা হবে, কারণ সেটি ধূমনগঞ্জ এলাকার দিকে পালিয়ে গিয়েছিল।"

     
  • Link to this news (আজকাল)