• দুবরাজপুরে এক ছাদের নিচে ‘মমতা’ আর ‘মোদি’! কাকতালীয় দিদি-ভাই জুটিতে চর্চা তুঙ্গে...
    আজকাল | ৩০ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দুবরাজপুরে এমন এক কাকতালীয় ঘটনা ঘটেছে যা শুনে হাসির রোল উঠেছে এলাকায়। নাম নরেন্দ্র মোদি— পেশায় মুদিখানা ব্যবসায়ী। থাকেন দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। আর আশ্চর্যের বিষয়, তাঁর এক দিদির নাম মমতা আগরওয়াল মোদি। ফলে এক এলাকায় মমতা ও মোদি—এই দুই নাম পাশাপাশি থাকা নিয়ে চর্চা তুঙ্গে। দোকানে গেলে এলাকার মানুষ ঠাট্টা করে বলেন, প্রধানমন্ত্রী এসেছেন! কেউ আবার মজা করে বসতে বলেন, নরেন্দ্র মোদি এসেছে, চেয়ার ছেড়ে দাও।

    দুবরাজপুরের এই নরেন্দ্র মোদি বয়সে পঞ্চাশের কোঠায়। ছোটবেলায় তাঁর জেঠু এই নাম রেখেছিলেন। তখনও দেশের প্রধানমন্ত্রী হননি গুজরাতের সেই নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রীও হননি মমতা ব্যানার্জি। তাই নামের এই মিল নিছকই কাকতালীয়। কিন্তু এখন এই নামই তাঁকে এলাকায় বিশেষ পরিচিতি এনে দিয়েছে। হাসিঠাট্টা আর ইয়ার্কিতে মেতে থাকে পাড়া। নরেন্দ্রবাবু নিজেও বিষয়টিকে বেশ রসিকতায় নেন। বলেন, 'আমার আর দিদির নামটা পুরো কাকতালীয়। এখন মানুষ মজা করে প্রধানমন্ত্রী বা দিদি বলে ডাকে, তাতেই আনন্দ পাই। আমি রাজনীতির সঙ্গে যুক্ত নই, শুধু সাধারণ ব্যবসায়ী।'

    এলাকার বিজেপি নেতা সত্য প্রকাশ তিওয়ারী বলেন, 'আমরা ছোটবেলা থেকেই নরেন্দ্রকে চিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতোই সৎ মানুষ। আর কাকতালীয়ভাবে তাঁর এক বোনের নামও মমতা! ফলে এক পরিবারেই আমরা মোদি ও মমতাকে পেয়েছি।' অন্যদিকে, তৃণমূল শহর সভাপতি স্বরূপ আচার্য হেসে বলেন, 'রাজনৈতিকভাবে যা কখনও সম্ভব নয়, সেটা এখানে সম্ভব হয়েছে! ঘটনাটা সত্যিই মজার।'

    তবে ভাই-বোনের সম্পর্কও কম মজার নয়। নরেন্দ্রবাবুর কথায়, 'ছোটবেলায় ঝগড়া লেগেই থাকত, কিন্তু সম্পর্ক খুব ভালো। দিদির বাড়ি গেলে ও রসগোল্লা খাওয়ায়।' নরেন্দ্র মোদির দোকানের কর্মচারী দিব্যেন্দু রজক বলেন, 'আমাদের বাবু খুব ভালো মানুষ। মজা করে বলি প্রধানমন্ত্রী এসেছেন! আবার ওঁর দিদির নামও মমতা—ভেবেই মজা লাগে।'

    সব মিলিয়ে, রাজ্যের রাজনীতিতে যেখানে মমতা বনাম মোদি প্রতিদ্বন্দ্বিতা চিরন্তন, সেখানে দুবরাজপুরের এই ছোট শহরে দিদি মমতা আর ভাই মোদি একসঙ্গে মিলেমিশে আছেন। হাসিঠাট্টা, মিষ্টি খাওয়া আর শুভেচ্ছা বিনিময়ে গড়ে উঠেছে এক কাকতালীয় ‘দিদি-ভাই’ বন্ধন—যা রাজনৈতিক বিভাজনের মধ্যেও এক অনন্য উদাহরণ।
  • Link to this news (আজকাল)