• ধেয়ে আসছে 'মান্থা'! বজ্রঝড়ের আগুনে জ্বলবে আকাশ! ৩১ অক্টোবর রাজ্যজুড়ে কমলা সতর্কতা... ...
    আজকাল | ৩০ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ধেয়ে আসছে 'মান্থা'  উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— প্রাকৃতিক তাণ্ডবের মুখে গোটা রাজ্য! ৩০ তারিখে হলুদ সতর্কতা, ৩১ তারিখে কমলা সতর্কতা জারি। পূর্বাভাস একেবারে ভয়ঙ্কর! বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে বজ্রঝড় ও প্রবল বৃষ্টির আশঙ্কা। আবহাওয়া দফতর আজ সতর্কতা জারি করেছে—৩০ অক্টোবর: হলুদ সতর্কতা (Yellow Alert)৩১ অক্টোবর: কমলা সতর্কতা (Orange Alert)

    ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাগুলিতে বজ্রসহ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

    ৩০ অক্টোবর (হলুদ সতর্কতা):হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত ও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কা প্রবল।

    ৩১ অক্টোবর (কমলা সতর্কতা):প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাগুলিতে।মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি (৭-১১ সেমি) সম্ভাবনা।পাহাড়ি অঞ্চলে ভূমিধস ও জলপ্লাবনের ঝুঁকি, সমতলে বজ্রপাত ও গাছ উপড়ে পড়ার আশঙ্কা।

    অন্যদিকে দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    ২ নভেম্বর: এক থেকে দুই জায়গায় বজ্রসহ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়।৩ থেকে ৪ নভেম্বর: আবহাওয়া ক্রমশ শুষ্ক হতে পারে, তবে বজ্রপাতের ঝুঁকি থাকছে।

    আবহাওয়া দফতরের সতর্কতা:

    খোলা মাঠে বা গাছের নিচে দাঁড়াবেন না।

    বিদ্যুতের খুঁটির কাছ থেকে দূরে থাকুন।

    বৃষ্টির সময় আশ্রয় নিন নিরাপদ স্থানে।

    কৃষকদের ফসল দ্রুত সংগ্রহ করে নিরাপদে রাখার পরামর্শ।

    সাগরেও মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে  রেড অ্যালার্ট। বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪৫–৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া, গতি পৌঁছাতে পারে ৬৫ কিমিতে! সমুদ্রের অবস্থা ভয়ঙ্কর রুক্ষ ও উত্তাল। ৩০ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল থেকে সমুদ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।আবহাওয়া দপ্তর  জানিয়েছে— “মৎসজীবীদের এখনই নৌকা বা ট্রলার নিয়ে সমুদ্রে নামা একেবারেই অনুচিত।”

    রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর (NDRF) ও জেলা প্রশাসনগুলিকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাহাড়ি ও নিম্নভূমি এলাকায় টহল জোরদার। বিদ্যুৎ ও টেলিকম সংস্থাগুলিকেও আগাম প্রস্তুত থাকতে বলা হয়েছে। আবহাওয়াবিদদের বার্তা: “৩১ অক্টোবরের কমলা সতর্কতা মানে প্রকৃতি রুষ্ট। মানুষ যদি সাবধান না হয়, বিপর্যয় অনিবার্য।”

    আইএমডি জানিয়েছে, আগামী ২৬ অক্টোবরের মধ্যে এটি ভয়ানক রূপ নেবে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্য তামিলনাড়ুতে ইতিমধ্যেই ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। আইএমডি ইতিমধ্যেই ২৭ অক্টোবর চেন্নাই, তিরুভাল্লুর এবং রানিপেট জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। সোমবার ওই এলাকাগুলিতে অতি ভারী থেকে অতি অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি উপকূলজুড়ে দমকা হাওয়া বইতে পারে, যা ঘণ্টায় ৬০–৭০ কিমি বেগে পৌঁছাতে পারে।
  • Link to this news (আজকাল)