• ‘‌ভোটাররা সরকার নির্বাচন করত, এখন সরকার ভোটার ঠিক করছে’‌, এসআইআর নিয়ে ক্ষোভ অভিষেকের...
    আজকাল | ৩০ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ঝাড়াই বাছাই। পোশাকি নাম বিশেষ নিবিড় সংশোধন। এসআইআর। আতঙ্কে কাঁপছে গোটা দেশ। খবর এসেছে, আতঙ্কে ইতিমধ্যেই বাংলায় এক ৫৭ বছরের ব্যক্তি আত্মহত্যা করেছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখবর জানিয়েছেন।

    এই যখন পরিস্থিতি, তখন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করলেন অভিষেক ব্যানার্জি। রীতিমতো আক্রমণের সুরে তিনি বলেন, ‘‌আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচন করত। আর এখন সরকার ঠিক করবে কারা ভোট দেবে।’‌ এরপরই অভিষেক জুড়ে দেন, ‘‌এসআইআর করে ভোটার তালিকা ত্রুটিমুক্ত করা লক্ষ্য নয়। যাতে জিততে পারি সেটাই লক্ষ্য। আর যদি ভোটার লিস্ট ত্রুটিযুক্ত হয় তাহলে লোকসভা ভেঙে দেওয়া হোক অবিলম্বে।’‌ 

    এরপরই অভিষেকের সংযোজন, ‘‌একটা বৈধ ভোটার বাদ গেলে এক লক্ষ লোক কমিশন ঘেরাও করবে।’‌ অভিষেক আরও যোগ করেন, ‘‌এত অহঙ্কার। মানুষের প্রাণের কোনও দাম নেই। এখন বলছে ২ মাসের মধ্যে নাকি সব ঝাড়াই বাছাই হয়ে যাবে।’‌ 

    প্রসঙ্গত, দ্বিতীয় পর্বের এসআইআর (প্রথম পর্বে হয়েছে বিহারে) হবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, মধ্যপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবরে। এর মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে আগামী বছরের এপ্রিল–মে মাসে বিধানসভা ভোট হওয়ার কথা।

    অভিষেক বলেন, ‘‌২ মাসের মধ্যে কী করে ১০ কোটি মানুষের কাছে পৌঁছবেন আপনারা?‌ কোন আইনে লেখা আছে এই রাজ্যে হবে আর এই রাজ্যে হবে না।’‌ অভিষেক বলেন, ‘‌শুনছি বলা হচ্ছে বাংলায় নাকি রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশি রয়েছে। এদিকে তো আবার ত্রিপুরা, অসম থেকেও রোহিঙ্গা ধরা পড়ছে। তাহলে সেখানে কেন এসআইআর নয়। যেখান দিয়ে রোহিঙ্গা ঢুকছে সেখানে আটকানো হচ্ছে না কেন।’‌ এরপরই অভিষেকের হুঙ্কার ‘‌বাংলায় এক জন বৈধ ভোটারের নাম বাদ গেলে এক লক্ষ লোক নিয়ে কমিশন ঘেরাও করা হবে। কমিশন কাদের কথায় কাজ করছে?‌’‌ 

    এরপরই চ্যালেঞ্জের সুরে অভিষেক বলেন, ‘‌এসআইআর হলেও ২০২৬ ভোটে তৃণমূলের আসন বাড়বে। আর বিজেপি ৫০ এ নামবে।’‌  

    নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর। আর অভিষেকের কথায়, পরিকল্পনামাফিক মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিতেই এসআইআর করা হচ্ছে।

    প্রসঙ্গত, একসঙ্গে বাংলা–সহ ১২টি এসআইআর ঘোষণা করেছে কমিশন। বিধানসভা ভোটকে সামনে রেখেই এই পরিকল্পনা।

     
  • Link to this news (আজকাল)